Nadia News- ইউক্রেন থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন শান্তিপুরের বাসিন্দা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
"জীবনে বেঁচে বাড়ি ফিরব সেই আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম", বললেন সমীর
#নদিয়া: রাশিয়া ও ইউক্রেনের লাগাতার যুদ্ধ বেড়েই চলেছে দিনের পর দিন। রাশিয়ার মুহুর্মুহু গোলাবর্ষণে ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের একাধিক স্কুল-হাসপাতাল ও বিল্ডিং। ছবির মতো সাজানো ইউক্রেনের রাজধানী কিভ শহর ধ্বংস হয়ে গিয়েছে মিসাইল হামলায়। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়েছিল একাধিক ভারতীয় নাগরিকরা। তাদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। অপারেশন গঙ্গার মাধ্যমে একের পর এক ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ঠিক তেমনই দেশে ফিরে ইউক্রেনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার শান্তিপুর গবার চর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস (Nadia News)।
"টানা পাঁচ দিন প্রায় না খাওয়া অবস্থায় বিমানবন্দরে ঘুরে বেড়িয়েছিলাম, ভাবতে পারিনি বেঁচে বাড়ি ফিরব।" চোখেমুখে আতঙ্ক নিয়ে ইউক্রেন থেকে বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার শান্তিপুর থানার গবার চর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস (Nadia News)। শান্তিপুর থানার গবারচর তালতলা পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস। পেশায় তাঁত শ্রমিক। দীর্ঘদিন করোনা পরিস্থিতিতে তাঁতের কাজ বন্ধ ছিল। সেই কারণেই কাজ হারিয়ে প্রায় আর্থিক অনটনে ভুগছিল পরিবার। অবশেষে মাস ছয়েক আগে নিজের বাড়ির তাঁত বিক্রি করে আরো কিছু টাকা সুদে ধার নিয়ে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়। আশা ছিল বেশি আয় করে পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ ফিরিয়ে আনবেন। কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সেই আশা কেড়ে নিল। কোনরকম প্রাণে বেঁচে বাড়ি ফিরে চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে সমীর বিশ্বাস বলেন, "ইউক্রেন থেকে কোনরকমে পোল্যান্ড বিমানবন্দরের কাছে এসেছিলাম। সেখানে টানা না খাওয়া অবস্থায় প্রায় পাঁচদিন ঘুরে বেড়িয়েছি। অবশেষে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতের পতাকা হাতে নিয়ে কোনরকমে ভারতীয় সেনার তত্ত্বাবধানে দিল্লি বিমানবন্দরে আসি। সেখান থেকে দমদম এয়ারপোর্ট। তারপরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাড়ি ফিরি। জীবনে বেঁচে বাড়ি ফিরব সেই আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম।" অন্যদিকে চিন্তায় খাওয়া বন্ধ হয়ে গেছিল সমির বিশ্বাসের পরিবারের। সমীর বিশ্বাস বাড়ি ফেরার পর স্বস্তির শ্বাস মিলেছে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে। তারা সকলেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কে ধন্যবাদ জানিয়েছে। (Nadia News)
advertisement
Mainak Debnath
advertisement
Location :
First Published :
March 07, 2022 7:50 PM IST