নদিয়া: বাড়ির সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার হাঁসখালিতে। এই ঘটনায় মৃত্যু হয় শিপুল মণ্ডল নামে এক ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানার বেনালি গ্রামে। মৃতের পরিবারের দাবি, বাড়ির সামনে বসন্ত বিশ্বাস নামে একজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিপুল। তর্কাতর্কির সময় আচমকাই বসন্ত বিশ্বাস নামে ওই ব্যক্তি ধারাল চপার দিয়ে শিপুল মণ্ডলের মাথা সহ সারা শরীরে কোপ মারতে শুরু করে। এই আঘাতে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায় শিপুল মণ্ডলের দেহ। তাঁর স্ত্রীর বাধা দিতে গেলে তাঁকেও ধারাল অস্ত্র দিয়ে বসন্ত বিশ্বাস আঘাত করে বলে অভিযোগ।
আরও পড়ুন: রাস্তার পাশের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ডাম্পার! প্রাণে বাঁচলেও কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ী
এরপরই গুরুতর জখম শিপুল মণ্ডলকে প্রথমে বগুলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু কৃষ্ণনগরে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আক্রান্ত শিপুল মণ্ডলের। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বসন্ত বিশ্বাস। মৃতের পরিবার হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বসন্ত বিশ্বাস পেশায় রাজমিস্ত্রি। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করতে গিয়ে বেশ কিছু প্রমাণ ইতি মধ্যেই হাতে পেয়েছে বলে জানায়। তবে তদন্তের স্বার্থে সেগুলি গোপন রাখা হয়েছে।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder