Nadia: কেবল তারে পা জড়িয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি

Last Updated:

কেবল তারের জালে আটকে রানাঘাট শহরবাসী। রানাঘাট শহরের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেবল তার। কোনটি ঝুলছে ইলেকট্রিক পোলের ওপর থেকে।

+
title=

#রানাঘাট : কেবল তারের জালে আটকে রানাঘাট শহরবাসী। রানাঘাট শহরের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেবল তার। কোনটি ঝুলছে ইলেকট্রিক পোলের ওপর থেকে। কোথাও বা কুন্ডলী পাকিয়ে রাস্তার কিনারায় পড়ে রয়েছে কেবল তারের গুচ্ছ। অভিযোগ, এই কেবল তারের জন্য নিত্যদিন অসুবিধায় পড়ছেন রানাঘাট শহরবাসী। এমনকি এই কেবল তাদের জন্যই এক ভয়াবহ দুর্ঘটনাও ঘটে গিয়েছে ইতিমধ্যে। রাস্তায় ছিড়ে পড়া তারে জড়িয়ে গুরুতর আহত এক ব্যক্তি, ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার দক্ষিন পাড়া এলাকায়।
সূত্রের খবর বুধবার সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজু দাস নামে এক যুবক। অভিযোগ সেই সময় রাস্তায় পড়ে থাকা তার জড়িয়ে পড়ে একটি টুকটুকিতে। যার জেরে টুকটুকি উল্টে আহত হন রাজু। কিন্তু কেন নজরদারী নেই প্রশাসনের? প্রতিবাদে পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে ছিল বামেদের DYFI সংগঠন। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা, স্থানীয় সুত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই রাস্তার পাশে বিপজ্জনক ভাবে পড়েছিল এই তার।
advertisement
আরও পড়ুনঃ আবারও বাচ্চা হস্তান্তরের অভিযোগ রানাঘাট মহাকুমা হাসপাতালে!
অভিযোগ যা নিয়ে কোনও হেলদোল ছিল না প্রশাসনের। এদিন ওই স্থান দিয়ে একটি টোটো যেতেই হয় বিপত্তি।জানা যায়া সেই টোটোতে বিপজ্জনক তারটি আটকে জড়িয়ে যায় রানাঘাটের বাসিন্দা রাজু দাস নামে এক ব্যক্তির শরীরে।সঙ্গে সাঙ্গেই তিনি আছড়ে পড়েন রাস্তার ওপর।গুরুতর চোট লাগে রাজুর মাথায় ও শরীরে।বর্তমানে গুরুতর আহত হয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ৬০ হাজার টাকা অনুদান ঘোষণায় খুশি একাধিক পূজা কমিটি
কিন্তু রাস্তার ধারে এভাবে বিপজ্জনকভাবে তার পড়ে রয়েছে আর পৌরসভার কোনও হেলদোল নেই? এদিন এই অভিযোগ তুলে পথে নামে বামেদের ছাত্র সংগঠান DYFI। দীর্ঘক্ষন তারা রানাঘাটের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। রানাঘাট পুরসভার পৌর প্রধান কোশল দেব বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করা হবে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: কেবল তারে পা জড়িয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement