Nadia News: দুধ পুলি থেকে ভাপা পিঠে, রানাঘাটে বছরভর হোম ডেলিভারি পিঠেপুলির!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Nadia News: রানাঘাট ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ মুক্তা রায় বাড়িতেই খুলে ফেলেছেন পিঠে তৈরি ব্যবসা।
রানাঘাট: এবার পিঠে পুলিকে হোম ডেলিভারির মাধ্যমে ব্যবসায়িক সফলতা পেতে প্রচেষ্টা এক গৃহবধূর। পৌষ সংক্রান্তি মানেই পিঠে-পুলি খাওয়ার দিন। ভজন প্রিয়রা সারা বছর এই দিনটি অপেক্ষা করে থাকে। বর্তমানে আধুনিকতার বেড়াজালে আমরা আবদ্ধ সুতরাং রীতি-নীতি ও সংস্কারের বেড়া জালে আবদ্ধ না হয়ে অনেকে নানা ভাবে অর্থ উপর্জনে হাতিয়ার করেছে। সুতরাং মানসিকতা ও বুদ্ধি মিশে অর্থ উপার্জনে দিক খুলে গেছে।
তাই রানাঘাট ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ মুক্তা রায় বাড়িতেই খুলে ফেলেছেন পিঠে তৈরি ব্যবসা। নিত্য নতুন ঘরে বসে নানা অনুষ্ঠান, মেলায় পিঠে পুলি তৈরি করে কিছু অর্থ উপার্জন শুরু করেছেন। এমনকি পৌষ সংক্রান্তি তিথি উপলক্ষে শুধু তিনদিন পিঠে নয়, তিনি সারা বছর পিঠে তৈরি করে মুনাফা ঘরে তুলছেন।
advertisement
advertisement
নদিয়ার বিভিন্ন জায়গায় পিঠে-পুলি তৈরি রেওয়াজ থাকলেও সারাবছর যাতে এই পিঠে পুলি থাকে তার জন্য পিঠে-পুলি বাড়িতে তৈরি থাকেন। এছাড়া বিভিন্ন অর্ডার পেলে তিনি সেই অর্ডার অনুযায়ী পিঠে-পুলি তৈরি করছেন। নতুন খেজুর গুড় আলাদা ভাবে ঠান্ডা ফ্রিজে রেখে দেন। যাতে সারা বছর পিঠে-পুলির স্বাদ ভোজনরসিক দের পাতে তুলে দিতে পারেন। এমন পরিকল্পনা করে তার পিঠের ব্যবসা চালিয়ে যাবেন। সরা পিঠে, পাটিসাপটা, দুধপুলি, এমনকি বাংলাদেশের নানা পিঠে তৈরি করে বেশ জনপ্রিয় হয়েছেন।
advertisement
মুক্তা দেবী বলেন একান্নবর্তী পরিবার হওয়ার কারণেই এই পরম্পরা এখন নষ্ট হওয়ার যোগার তবে খেতে অনেকেই ভালোবাসে এর বাজারও ভাল। তবে ব্যবসায়িকভাবে রূপ দিতে পারলে নিশ্চয়ই স্বনির্ভর হতে পারবে ঘরের অনেক মহিলারা। তবে শুধুমাত্র শীতকাল নয়, স্বাদ কিছুটা তততম হলেও গ্রীষ্মকালেও পিঠেপুলির আয়োজন থাকবে বলেই তিনি জানান।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 7:59 PM IST