Nadia News: জরায়ু দু'ভাগে বিভক্ত! জটিল অস্ত্রোপচারে যমজ সন্তান প্রসব! নজির কোথায় সৃষ্টি হল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Nadia News: জন্ম থেকেই জরায়ু দু'ভাগ। সেই দু'ভাগ জরায়ুতে রয়েছে দুটি বাচ্চা, যা চিকিৎসা শাস্ত্রে খুবই কম দেখা যায়। মায়ের সেই টুইন বেবিকে সাফল্যের সঙ্গে অপারেশন করে প্রসব করানো হল শান্তিপুর হাসপাতালে।
শান্তিপুর: ফের বিরল অস্ত্রোপচার করে সারা রাজ্যের মধ্যে এক অনন্য নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। বিশ্বে ১৮ তম এবং রাজ্যের সরকারি হাসপাতালে দ্বিতীয় বার বিরল অস্ত্রপচারের মাধ্যমে যমজ পুত্র সন্তান প্রসব শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জন্ম থেকেই জরায়ু দু'ভাগ, কিন্তু তার মুখ একটাই। সেই দু'ভাগ জরায়ুতে রয়েছে দু'টি বাচ্চা। যা চিকিৎসা শাস্ত্রে খুবই কম দেখা যায়। মায়ের সেই যময বাচ্চাকে সাফল্যের সঙ্গে অপারেশন করে প্রসব করানো হল শান্তিপুর হাসপাতালে।
এন.সি.বি.আই-এর রিপোর্ট থেকে এখনও পর্যন্ত সারা পৃথিবীতে এই ধরনের ১৭টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে। ভারতের তিনটি। পশ্চিমবঙ্গে এটি দ্বিতীয় ঘটনা। বিরল এই অস্ত্রপচার করে শান্তিপুর হাসপাতালকে অনেকটাই এগিয়ে দিলেন ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ পবিত্র ব্যাপারী। জানা গিয়েছে, যার এই বিরল অস্ত্রোপচার হল সেই অর্পিতা মণ্ডলের বাড়ি নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর এলাকায়।
advertisement
ডাক্তার পবিত্র ব্যাপারীর তত্ত্বাবধানে অর্পিতার দেহে অস্ত্রোপচার হয়। জানা গিয়েছে, একটি বিশেষ মেডিকেল টিম গঠন করে তিনি এই অস্ত্রপাচার করেন। চিকিৎসক জানিয়েছেন, দুই সন্তান এবং মা সকলেই সুস্থ। স্বভাবতই বিরল অস্ত্রোপচারের মাধ্যমে দুই সন্তানকে পেয়ে খুশি অর্পিতা এবং তার স্বামী জিতেন্দ্র মণ্ডল। শান্তিপুর হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেই চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুই যমজ সন্তানের পিতা।
advertisement
advertisement
চিকিৎসক পবিত্র ব্যাপারী জানান, বর্তমান পরিকাঠামোতে এই ধরনের জটিল অস্ত্রোপচার করা খুবই ঝুঁকিপূর্ণ। এই ক্ষেত্রে ব্লাড ব্যাঙ্ক এবং অ্যানাস্থেসিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিকাঠামোরও কিছু উন্নতি দরকার। তবে দলগত আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে এবং মানুষের সহযোগিতা থাকলে মফস্বলের হাসপাতালও যে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, এই অস্ত্রোপচারই তার উদাহরণ।
advertisement
হাসপাতালের সুপার ডঃ তারক বর্মন এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করার জন্য চিকিৎসক পবিত্র ব্যাপারীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, "আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করছি মানুষকে ভাল পরিষেবা দিয়ে হাসপাতালের সুনাম বৃদ্ধি করতে।"
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 4:55 PM IST