Nadia News: বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পরে চার বছরের শিশুর মৃত্যু, গুরুতর জখম মা

Last Updated:

করিমপুর কৃষ্ণনগর রুটের একটি যাত্রী বোঝাই বাস বাসস্ট্যান্ডে ঢোকার মুখে সজরে ধাক্কা মারে কোলে শিশু থাকা এক গৃহবধূকে। ঘটনাস্থলে মৃত্যু হয় চার বছরের শিশুর।

আটক ঘাতক বাস
আটক ঘাতক বাস
করিমপুর:বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পরে চার বছরের এক শিশুর মৃত্যু, গুরুতর জখম হয়ে সংজ্ঞাহীন মা। নদিয়ার করিমপুর কৃষ্ণনগর রুটের একটি যাত্রী বোঝাই বাস করিমপুর নতুন বাসস্ট্যান্ডে ঢোকার মুখে সজরে ধাক্কা মারে কোলে বাচ্চা নিয়ে রাস্তা পারাপার হওয়া এক গৃহবধূকে। কোল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়, ইউসুফ শেখ নামে চার বছরের ওই শিশুর।
ঘটনাস্থলে করিমপুর থানার পুলিশ উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারানো মা মারুফা বিবিকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল হাসপাতালে। যদিও ইতিমধ্যেই পলাতক ওই বাসের চালক এবং কন্ডাক্টর।তবে বাসটিকে আটক করেছে করিমপুর থানার পুলিশ।
advertisement
advertisement
এলাকা সূত্রে জানাযায় মারুফা বিবির স্বামীর নাম রুহুউল শেখ। করিমপুর দু’নম্বর ব্লকের ঘোড়াদহে তাদের বাড়ি। ছেলেকে নিয়ে বাজারে এসেছিলেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে করিমপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অনিয়ন্ত্রিত ভাবে বাস চালানোর কারণে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছে করিমপুর থানা পুলিশ।
advertisement
উল্লেখ্য, একের পর এক বেড়েই চলেছে জাতীয় সড়ক ও রাজ্যসড়কে পথ দুর্ঘটনা। প্রশাসন থেকে একাধিক বার সচেতনতার বার্তা দেওয়া হলেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের মধ্যে। যার ফলে লাগাতার দুর্ঘটনায় বলি হচ্ছেন সাধারণ পথ চলতি মানুষ। বেপরোয়া গাড়ি চালানো অসতর্ক ভাবে রাস্তা পারাপার মদ্যপান করে গাড়ি চালানো ইত্যাদি একাধিক আইনবিরোধী কাজের ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলেই মনে করছেন স্থানীয়রা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পরে চার বছরের শিশুর মৃত্যু, গুরুতর জখম মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement