বিশ্বাস করার খেসারত, মা বলে ডেকে সাহায্যের অছিলায় বৃদ্ধার সর্বস্ব ছিনতাই শান্তিপুরে

Last Updated:

বাংলাদেশের দর্শনা থানা এলাকার মদনা গ্রামের বছর ৬৫টির মহিলা হাওয়া খাতুন নিজের চিকিৎসার জন্য বনগাঁ বর্ডার পার করে রানাঘাট স্টেশনে আসেন। শান্তিপুরে তারে সাহায্যের নাম করে সর্বস্ব লুঠ করে দুই দুষ্কৃতী।

অসহায় সেই মহিলা
অসহায় সেই মহিলা
নদিয়া: প্রথমে মা ডেকে তারপর সেই মায়ের সাথেই বেইমানি! বাংলাদেশের এক মহিলার কাছ থেকে অভিনব কৌশলে ছিনতাই। মা বলে বাড়িতে নিয়ে গিয়ে নগদ অর্থসহ সমস্ত কিছু লুটপাট করার অভিযোগ। সর্বস্ব খোয়া যাওয়াতে দেশে ফিরবেন কিভাবে তাই নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশি ওই মহিলা।
বাংলাদেশের দর্শনা থানা এলাকার মদনা গ্রামের বছর ৬৫টির মহিলা হাওয়া খাতুন নিজের চিকিৎসার জন্য বনগাঁ বর্ডার পার করে রানাঘাট স্টেশনে আসেন। কৃষ্ণনগরে তাঁর আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎই রানাঘাট স্টেশনে ওই মহিলাকে দুই যুবক জিজ্ঞাসা করে "মা আপনি কোথায় যাবেন, চলুন আমরা আপনাকে আপনার আত্মীয়র বাড়ি পৌঁছে দেব।"
এই বলে রানাঘাট স্টেশন থেকে ওই মহিলাকে ট্রেনে তোলে ওই দুই যুবক। এরপর মহিলার কাছ থেকে একটি ব্যাগ নিয়ে এক যুবক অন্য বগিতে চলে যায়, অন্য আরেক যুবক মহিলার কাছেই বসে থাকে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে কালীনারায়নপুর পৌছাতেই দুই যুবক ট্রেন থেকে নেমে পড়ে। এরপরই সন্দেহ হয় ওই মহিলার। ট্রেন থেকে নেমে ওই দুই যুবককে জিজ্ঞাসা করে আমার ব্যাগ কোথায় গেল। যদিও যুবকেরা আশ্বস্ত করে ব্যাগ আমাদের কাছেই আছে আপনার চিন্তা নেই।
advertisement
advertisement
এরপর অধিক রাত হয়ে যাওয়াতে ওই মহিলাকে ওই দুই যুবক নিয়ে আসে শান্তিপুর এলাকার একটি বাড়িতে। মহিলাকে যত্ন সহকারে রাতের খাবারের কথা বলে মহিদুল নামে এক যুবক। এরপর সকাল হতেই ওই মহিলা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আত্মীয়র বাড়িতে গিয়ে দেখে তার যেই ব্যাগে টাকা ছিল এবং বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল সেগুলি কিছুই নেই।
advertisement
মইদুল নামে ওই যুবককে ফোন করলে ওই যুবক সম্পূর্ণ অস্বীকার করে। বাংলাদেশের বাসিন্দা ওই মহিলার দাবি, তার ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা ও বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল। সেগুলি ছিনতাই করে তার ব্যাগের মধ্যে কিছু পুরনো জামা কাপড় ঢুকিয়ে দেওয়া হয়, এরপরেই মাথায় হাত পড়ে যায় মহিলা হাওয়া খাতুনের। শান্তিপুর থানার অভিযোগ দায়ের করেছে মহিলা হওয়া খাতুন। সমস্ত ঘটনা ফোনে পরিবারকেজানিয়েছেন ওই বৃদ্ধা। তদন্ত শুরু করেছে পুলিস।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
বিশ্বাস করার খেসারত, মা বলে ডেকে সাহায্যের অছিলায় বৃদ্ধার সর্বস্ব ছিনতাই শান্তিপুরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement