Nadia News: ভীমপুরের ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে

Last Updated:

নদিয়ার ভীমপুরে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা

+
title=

#ভীমপুর: নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত আসান নগরে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হল l দীর্ঘ দু'বছর করোনা আবহাওয়া কাটিয়ে এবার আসান নগরে ২১ বছরের দীর্ঘদিন ধরে চলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল আসাননগর হাই স্কুল মাঠে।
এই ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা এবং আসাননগর স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মনোজিৎ বিশ্বাস । মূলত এই খেলা প্রতিবছরই হয় কিরণ চন্দ্র বিশ্বাস স্মৃতি এবং সনাতন বিশ্বাস স্মৃতির উদ্দেশ্যে।
advertisement
এই স্মৃতির উদ্দেশ্যে মূলত এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় প্রতিবছর । এই খেলায় সাধারণ মানুষের উদ্দীপনায় বিশেষভাবে চোখে পড়ে । সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষের মেলবন্ধন ঘটে এই খেলার মাধ্যমে।
advertisement
এই উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ । ক্লাব সুভাষ সঙ্গের পরিচালনায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে । এই টুর্নামেন্ট মূলত ২৫ শে ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং বিভিন্ন ক্লাব এই খেলায় অংশগ্রহণ করবে মোট ১৬ টি দল এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে বলে জানা গেছে ক্লাবের পক্ষ থেকে ।
advertisement
অলোক বিশ্বাস বিশ্বজিৎ বিশ্বাস আসাননগর পঞ্চায়েতের প্রধান প্রাক্তন প্রধান বিশিষ্ট সমাজসেবী জগদীশ বিশ্বাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট খুশি । সুভাষ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভীমপুরের ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement