গৃহবধূর রহস্যমৃত্যু, বাপের বাড়িতে না জানিয়েই দাহের প্রস্তুতি

Last Updated:

বিয়ের পাঁচ মাসের মধ্যেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য ৷ এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে।

#বারুইপুর: বিয়ের পাঁচ মাসের মধ্যেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য ৷ এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। খুনের পর বাপের বাড়ির লোককে না জানিয়ে চুপচাপ শ্মশানে গিয়ে দেহ দাহ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ৷ মৃতার নাম রিতা চক্রবর্তী(২১)। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বিদ্যাধরপুর বনবিবিতলা এলাকায়।
গৃহবধূর রহস্যমৃত্যুর খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ শ্মশানে পৌঁছে দাহ আটকায় ৷ মৃত্যুর আসল কারণ জানতে বধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনায় মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ মৃতার স্বামী সুমন চক্রবর্তী,শ্বশুর তপন চক্রবর্তী ও দেওরকে আটক করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷
গত মার্চ মাসে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার গাববেরিয়া এলাকার বাসিন্দা রীতার সঙ্গে বিয়ে হয় বারুইপুরের বিদ্যাধরপুর বনবিবি তলার সুমনের ৷ বিয়ের আগে থেকেই একে অপরকে চিনতেন রীতা ও সুমন ৷ তবে তাদের এই সম্পর্কে সম্মতি ছিল না রীতার পরিবারের ৷ বাড়ির বিরুদ্ধে গিয়েই সাত পাকে বাঁধা পড়ে তারা দু’জন ৷
advertisement
advertisement
বিয়ের পাঁচ মাস পরেই মেয়ের এই পরিণতিতে ভেঙে পড়েছে রীতার পরিবার ৷ মৃতার পরিবারের অভিযোগ, খুন না করলে কেন তড়িঘড়ি তাহলে মৃতদেহ লোপাটের চেষ্টা করছিলেন সুমনের বাড়ির লোকজন? ইতিমধ্যেই এ বিষয়ে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন রীতার বাপের বাড়ির লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী সহ মোট তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গৃহবধূর রহস্যমৃত্যু, বাপের বাড়িতে না জানিয়েই দাহের প্রস্তুতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement