Murshidabad News: কান্দিতে স্কুলের ছাত্র ও ছাত্রীদের নিয়ে আয়োজন করা হল যুব সংসদ প্রতিযোগিতা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পশ্চিমবঙ্গ সরকারের সংসদ বিষয়ক দফতরের উদ্যোগে কান্দিতে আয়োজিত হল যুব সংসদ প্রতিযোগিতা।
#মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গ সরকারের সংসদ বিষয়ক দফতরের উদ্যোগে কান্দিতে আয়োজিত হল যুব সংসদ প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পরিচালনায় কান্দি পৌরসভা হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কান্দি শহরের ৯টি স্কুলের ছাত্র ছাত্রী এই যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় কেউ হল মুখ্যমন্ত্রী, কেউ হল বিরোধী দলনেতা। শুনল এলাকার নানান অভাব অভিযোগ। তর্ক বিতর্কের মধ্যে দিয়ে জমে উঠল যুব সংসদ প্রতিযোগিতা।
গণতান্ত্রিক ভারতে স্কুলের গন্ডি পেরোলেই নাম উঠবে ভোটার কার্ডে। যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোতে কিভাবে সংসদ পরিচালিত হয় তা উঠে এল ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মহড়া হিসেবে সংসদীয় কার্যক্রম তুলে ধরা হয় হবু নির্বাচকদের সামনে। প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংসদীয় কার্যকলাপ দেখে প্রশংসায় মুখর হন কান্দির বিধায়ক অপূর্ব সরকার।
advertisement
আরও পড়ুনঃ রানিনগরে তিনটি ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার! এলাকায় চাঞ্চল্য
পাশাপাশি, বিধানসভা কিভাবে পরিচালনা করা হয় তা বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের বুঝিয়ে দেন বিধায়ক অপূর্ব সরকার।পড়ুয়াদের মধ্যে সংসদীয় গণতন্ত্র নিয়ে আগ্রহ ও ভবিষ্যতের সংসদীয় রাজনীতিবিদ্ গড়ে তুলতেই এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা। ছাত্রীরা জানান, আমাদের বেশ ভালো লাগছে, এই যুব সংসদ প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে পেরে। শিক্ষকরা জানান, বর্তমানে ছাত্র ও ছাত্রীদের নিয়ে রাজ্যে সরকারের উদ্যোগে এই যুব সংসদ প্রতিযোগিতা চলছে। বিধানসভা ও লোকসভা কিভাবে পরিচালনা হয় তা বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ করছেন।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 14, 2022 11:23 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কান্দিতে স্কুলের ছাত্র ও ছাত্রীদের নিয়ে আয়োজন করা হল যুব সংসদ প্রতিযোগিতা
