মুর্শিদাবাদ: দার্জিলিংয়ের টাইগার হিল থেকে পায়ে হেঁটে বকখালির পথে যাচ্ছেন মালদা জেলার তরুণি। গাছ জঙ্গল মাটি বাঁচানোর বার্তা নিয়ে পায়ে হেঁটে পাহাড় থেকে সমতল পর্যন্ত পদযাত্রা করছেন। গত ১৪ জানুয়ারি টাইগার হিল থেকে রওনা দিয়েছেন মানসী বিশ্বাস।
বসন্তের শুভেচ্ছা নিয়ে বকখালি পর্যন্ত যাচ্ছেন ওই তরুণি। ৩৪নং জাতীয় সড়কের উপর দিয়ে মালদহ জেলার মানসী মুলত কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত। একটি ভয়াবহ পাহাড়ি ধস তাঁকে নাড়া দিয়েছিল। ফলে গাছ কাটার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে এই সিদ্ধান্ত নেন তিনি। পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত পদযাত্রা করবেন। যেমন ভাবনা তেমন কাজ।
আরও পড়ুন: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
দৈনিক গড়ে ৩০-৪০ কিলোমিটার পদযাত্রা করছেন মানসী। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পৌঁছেছেন। গঙ্গা ভাঙন থেকে বিভিন্ন ভাঙন চোখে পড়েছে, তাই প্রকৃতির প্রতি ভালবাসার চেতনা জাগাতেই এই পদযাত্রা, জানান তরুনী। তবে প্রায় ৭০০কিমির বেশি তিনি পদযাত্রা করছেন। ইতি মধ্যেই মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর অতিক্রম করে নদীয়া জেলার পলাশীর দিকে রওনা দিয়েছেন।
আরও পড়ুন: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
মানসীর কথায়, ‘‘বর্তমানে গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পৃথিবী। ধস নেমে আসছে পাহাড় থেকে সমতলের একাধিক জায়গায়। তাই গঙ্গা ভাঙন থেকে বিভিন্ন অবক্ষয়কে বাঁচানোর তাগিদে এই পদযাত্রা করছি।’’
মানসী বিশ্বাস ৩৪নং জাতীয় সড়ক ধরে হেঁটে চলেছেন। যেখানে সাধারণ মানুষ দেখছেন তাঁকে জল থেকে বিস্কুট সব কিছুই তুলে দিচ্ছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষজন ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bakkhali, Climate Change, Tiger Hill