Cossimbazar Rajbari|| ওয়ার্ল্ড প্যালেস ডে, কাশিমবাজার রাজবাড়ির জমকালো অনুষ্ঠানে ঘুরে আসুন আপনিও

Last Updated:

World Palace Day celebrated in Cossimbazar Rajbari: কাশিমবাজার রাজবাড়িতে পালিত হল ওর্য়াল্ড প্যালেস ডে। পর্যটন মানচিত্রে কাশিমবাজার রাজবাড়িকে আরও জায়গা করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

+
কাশিমবাজার

কাশিমবাজার রাজবাড়ি।

#বহরমপুরঃ ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণর ধ্বংসাবশেষ থেকে শুরু করে নবাব ও রাজ রাজাদের স্মৃতি বিজড়িত সৌধ ও প্রাসাদ রয়েছে এই জেলায়। সারা বছরই প্রায় পর্যটকদের ভিড় লেগে থাকে মুর্শিদাবাদে। বৌদ্ধ যুগের রক্তমৃত্তিকা মহাবিহার, নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদ ও হাজারদুয়ারি ছাড়াও এই জেলায় রয়েছে একাধিক ঐতিহাসিক রাজপ্রাসাদ। ইতিহাসখ্যাত এই জেলার কাশিমবাজার রাজবাড়িতে পালিত হল 'ওয়ার্ল্ড প্যালেস ডে'।
আলোর রোশনাই ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা এই বিশেষ দিনটিতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্ভবত ইউরোপিয়ান সংস্কৃতির এই অনুষ্ঠান বাংলায় প্রথমবার পালন করা হল। রাজবাড়ী প্রাঙ্গণ সেজে উঠেছিল আলোক সজ্জার মধ্যে দিয়ে। মূলত পর্যটকদের প্রতি আকর্ষণ ও পর্যটন মানচিত্রে কাশিমবাজার রাজবাড়িকে আরও জায়গা করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
advertisement
আরও পড়ুন: রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা
অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন জেলার একাধিক বিশিষ্ট জন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র, জেলা পুলিশ সুপার কে শবরী রাজ কুমার সহ জেলার একাধিক অতিথিবর্গ। নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
advertisement
কাশিমবাজার রাজবাড়ির গুগল লোকেসন:
advertisement
কাশিমবাজার রাজবাড়ি। কাশিমবাজার রাজবাড়ি।
রাজ আমলের সাজ পোশাক পরে মঞ্চ মাতালেন নামীদামী মডেলরা। সেই যুগের একাধিক ঐতিহাসিক ঘটনার নাট্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হল দর্শকদের সামনে। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলা শাসক সহ প্রশাসনিক অধিকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ির রাজ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সকলেই।
advertisement
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Cossimbazar Rajbari|| ওয়ার্ল্ড প্যালেস ডে, কাশিমবাজার রাজবাড়ির জমকালো অনুষ্ঠানে ঘুরে আসুন আপনিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement