Hazarduari Tour: গেট বন্ধ, ব্যবসা শেষ! হাজারদুয়ারিতে পর্যটকদের কাছে ভিক্ষা চাইছেন হকাররা!

Last Updated:

হাজারদুয়ারির বাইরে ভিক্ষা চাইছেন হকাররা। হাজাদুয়ারিতে আসা পর্যটকদের কাছে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে পশ্চিম দিকের দোকানদার, ব্যবসায়ী ও হকাররা।

+
পর্যটকদের

পর্যটকদের দেখে ভিক্ষা চাইছেন হকাররা 

মুর্শিদাবাদ: হাজারদুয়ারির বাইরে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে হকাররা। হাজাদুয়ারিতে আসা পর্যটকদের কাছে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে পশ্চিম দিকের দোকানদার,ব্যবসায়ী ও হকাররা। মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি পর্যটকদের কাছে আকর্ষণীয় এক জায়গা। হাজারদুয়ারিতে ঘুরতে আসেন হাজার হাজার পর্যটক। কিন্তু দু-তিন মাস ধরে পশ্চিম দিকের গেট বন্ধ রয়েছে হাজারদুয়ারিতে। সেই কারণে সেখানকার হকার, দোকানদার এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না বলেই অভিযোগ।
আর্থিক অনটনের সম্মুখীন হচ্ছে তারা। লোন নিয়ে ব্যবসা করায় লোনের কিস্তি পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। আর তাই পর্যটকদের কাছে বেঁচে থাকার জন্য নয় বরং বিষ কিনে আত্মহত্যা করার জন্য ভিক্ষে চাইছে তারা। এমনকি এক হকারের স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে, বর্তমানে সে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একাধিকবার হাজারদুয়ারি কর্তৃপক্ষের কাছে পশ্চিম দিকের গেটটি খুলে দেওয়ার জন্য আবেদন করতে থাকেন ব্যবসায়ীরা। আবেদনে সাড়া না দেওয়ায় কয়েক সপ্তাহ ধরে হাজারদুয়ারিকর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামে সেখানকার ব্যবসায়ী ও যৌথ মঞ্চ। হকারদের দাবি, কাজ বন্ধ রয়েছে।
advertisement
advertisement
তাই কিস্তির টাকা দিতে পারছেন না। তাই অভাবের কারণেই কিটনাশক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, অন্যহকারদের দাবি, গত দু’মাস ধরে হাজারদুয়ারির পশ্চিম দিকের গেট বন্ধ থাকায় একবারে জিনিস বিক্রি হচ্ছে না, ফলে সংসার চালানো দূরের কথা। যার কারণে এই আন্দোলনে নামতেবাধ্য হয়েছেন বলে জানাচ্ছেন হকাররা। শারদীয়া দুর্গাপুজোর আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাজারদুয়ারিতে। সমস্যার সমাধান হোক দাবি করছেন হকাররা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Hazarduari Tour: গেট বন্ধ, ব্যবসা শেষ! হাজারদুয়ারিতে পর্যটকদের কাছে ভিক্ষা চাইছেন হকাররা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement