West Bengal Weather Update ৬ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা! শীতে জবুথবু এই জেলা! কড়া ঠান্ডায় ম্যান অফ দ্য ম্যাচ বৃষ্টি?
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
শুক্রবার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলায় ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে- হাওয়া বইতে পারে।
মুর্শিদাবাদ: দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আগেই। কিন্তু ভরা মাঘ মাসের বাংলা থেকে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল কিছু দিন আগে শীত। বরং তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল মাঝেই। সেই রেশ কাটিয়ে ফের ঠান্ডা ফিরছে রাজ্যে গত এক সপ্তাহ ধরে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকেই একটু একটু করে নামছে পারদ। আবহাওয়া দফতরের পুর্বাভাষ অনুযায়ী ইতি মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে দীর্ঘ ছ’বছরে এমন ঠান্ডা দেখেনি নবাবের জেলা মুর্শিদাবাদ। জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার আপডেট দেখে বেড়াতে যাওয়া বা আউটিংয়ের প্ল্যান থাকলে, শান্তিতে সারতে পারবেন। ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়া সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। মুর্শিদাবাদ জেলাতে বেড়াতে আসছেন কি আপনি। বা মুর্শিদাবাদ জেলা থেকে ছোট বা বড় ট্রিপে যাচ্ছেন, পাহাড়ে বা সমুদ্রে, যেখানে বেড়াতে যাবেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য রাখা আপনার জন্য খুবই সহায়ক হতে পারে। তাই বাড়ি থেকে বেরনোর আগে একবার দেখে নিন আজকের আবহাওয়া।
advertisement
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলায় ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে- হাওয়া বইতে পারে। তাতে আরও বেশি ঠান্ডা অনুভূত হতে পারে জেলায়। তবে তাপমাত্রা ১২ ডিগ্রি থাকতে পারে। যদিও এমন তাপমাত্রা গত কয়েক বছরে দেখা যায়নি। ফলে শৈত্য প্রবাহ বেশ উপভোগ করছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা।
advertisement
advertisement
অন্যদিকে, সকাল হতেই ঘনকুয়াশার চাদরে ঢাকছে জেলার রাস্তাঘাট। আর সেই কারণেই ট্রেন চলাচল করছে ধীর গতিতে এবং যান চলাচল করছে ধীরে।
আরও পড়ুন: Alipurduar: ফালাকাটায় ‘বন্দুক’ হাতে স্কুলে ঢুকল পড়ুয়ার দল! আতঙ্কে ছোটাছুটি, শেষের ঘটনা চমকে দেবে
advertisement
মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৪ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৯১ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 1:23 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
West Bengal Weather Update ৬ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা! শীতে জবুথবু এই জেলা! কড়া ঠান্ডায় ম্যান অফ দ্য ম্যাচ বৃষ্টি?