Murshidabad News: নির্বাচনী হিংসার শিকার শতাধিক! হাসপাতালেও জায়গার অভাব, বাড়াতে হল বেড
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে হিংসাতে আহত অবস্থায় সকলকেই প্রায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাত পর্যন্ত চলে ভর্তি প্রক্রিয়া।
মুর্শিদাবাদঃ সন্ত্রাসকে মাথায় নিয়ে খুনের মধ্যে দিয়েই শুরু হয় মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচন। মুর্শিদাবাদ জেলার নির্বাচন মানেই সন্ত্রাস বোমা বারুদ আর রক্তপাত। শনিবার দিনভর মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও গুলি, বোমাবাজি, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন রাজনৈতিক কর্মী সমর্থক থেকে গ্রামবাসী এমনকি ভোটার সকলেই।
তবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে হিংসায় আহত অবস্থায় সকলকেই প্রায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাত পর্যন্ত চলে ভর্তি প্রক্রিয়া। তাই এবার বেড সংখ্যা বাড়ানো হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । সুত্রের খবর, আগে যা বেড সংখ্যা ছিল জেনারেল সার্জিকাল বিভাগে, তার থেকে আরও প্রায় ৫০টি বেড বৃদ্ধি করা হল জরুরি কালীন ভিত্তিতে।
advertisement
শনিবার সারা রাজ্য জুড়ে গ্রাম বাংলার গনতান্ত্রিক উৎসব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট নিয়ে সরগরম ছিল মুর্শিদাবাদের অবস্থা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ছে নির্বাচনী হিংসার জেরে আহত রোগীর সংখ্যা শতাধিক। কেউ বোমার আঘাতে কেউ বা গুলিবিদ্ধ হয়েছেন। ইট, পাথর, লাঠি এমনকি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন প্রচুর মানুষ।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের দিন এ পর্যন্ত নির্বাচনী হিংসার জেরে জেলায় চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শতাধিক। সেই সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি পাঁচ মিনিট অন্তর আহত অবস্থায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে উপস্থিত হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। উপচে পড়ছে আহতদের সংখ্যা।
advertisement
রোগীদের পর্যাপ্ত আসন সংখ্যা সামাল দিতে না পেরে তড়িঘড়ি বাড়ানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেডের সংখ্যা। নতুন করে বেড সংখ্যা বৃদ্ধি করে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার ভোর রাত পর্যন্ত রোগীদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য বলে জানা যায়।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 09, 2023 12:58 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নির্বাচনী হিংসার শিকার শতাধিক! হাসপাতালেও জায়গার অভাব, বাড়াতে হল বেড









