মুর্শিদাবাদঃ চাকরির নিয়োগ দুর্নীতির কাণ্ডে নাম জড়িয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার । ইতিমধ্যেই গ্রেফতার হয়ে সিবিআই হেফাজতে আছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । কিন্তু গত বারো দিন আগে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়ে 'চোর' অপবাদ শুনতে হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। আর তখন সাফাই দেন বিধায়ক। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ।
গত ৫ই এপ্রিল বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে গ্রামের এক বাসিন্দা কার্যত আঙ্গুল উঁচিয়ে বিধায়কের সম্মুখেই বিধায়ককে চোর বলে ওঠেন, কার্যত ব্যাপক বেকায়দায় পড়ে যান আর যাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
আরও পড়ুন: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ
আরও পড়ুন: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর
সাফাই দিতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা জানান, "আপনাকে লোকে পাগলা লোক বলবে তো। আমার বাড়ি চলুন দেখবেন। আমি কি চুরি করার লোক। মানুষকে না চিনে উল্টোপাল্টা বলবেন না। আমি চুরি করা ঘরের ছেলে নয়। আমার বাবা রাইস মিলের মালিক, আলু স্টোরের মালিক, রেশন ডিলার। আমরা চুরি করি না লোককে বিলিয়ে দিই।"
এই সকল কথা বলার পর জীবনকৃষ্ণ সাহাকে রীতিমতো রেগেও যেতে দেখা যায়। তবে সেদিনের সেই ঘটনা অতীত হলেও বিধায়ক জীবনকৃষ্ণ সাহার এই সকল সাফাই কাজে এলো না। কারণ সেদিনের সেই ঘটনার দুই সপ্তাহ পার হতে না হতেই তাকে গ্রেফতার হতে হল সিবিআই আধিকারিকদের হাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। কিন্তু ভাগ্যের পরিহাসে দিনের মাথায় সিবিআইয়ের জেরার মুখে পড়ে অবশেষে শ্রীঘরে যেতে হয়েছে জীবন কৃষ্ণকে। আর সেই পুরোনো ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jibankrishna Saha