Viral Jiban krishna saha: 'আমি চুরি করার লোক না' জীবনকৃষ্ণের পুরনো ভিডিও ভাইরাল! দেখুন সেই ভিডিও

Last Updated:

দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়ে 'চোর' অপবাদ শুনতে হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে

+
প্রশ্নের

প্রশ্নের মুখে পড়েছিলেন জীবনকৃষ্ণ

মুর্শিদাবাদঃ চাকরির নিয়োগ দুর্নীতির কাণ্ডে নাম জড়িয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার । ইতিমধ্যেই গ্রেফতার হয়ে সিবিআই হেফাজতে আছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । কিন্তু গত বারো দিন আগে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়ে 'চোর' অপবাদ শুনতে হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। আর তখন সাফাই দেন বিধায়ক। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ।
গত ৫ই এপ্রিল বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে গ্রামের এক বাসিন্দা কার্যত আঙ্গুল উঁচিয়ে বিধায়কের সম্মুখেই বিধায়ককে চোর বলে ওঠেন, কার্যত ব্যাপক বেকায়দায় পড়ে যান আর যাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
advertisement
advertisement
আরও পড়ুন: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর
সাফাই দিতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা জানান, "আপনাকে লোকে পাগলা লোক বলবে তো। আমার বাড়ি চলুন দেখবেন। আমি কি চুরি করার লোক। মানুষকে না চিনে উল্টোপাল্টা বলবেন না। আমি চুরি করা ঘরের ছেলে নয়। আমার বাবা রাইস মিলের মালিক, আলু স্টোরের মালিক, রেশন ডিলার। আমরা চুরি করি না লোককে বিলিয়ে দিই।"
advertisement
এই সকল কথা বলার পর জীবনকৃষ্ণ সাহাকে রীতিমতো রেগেও যেতে দেখা যায়। তবে সেদিনের সেই ঘটনা অতীত হলেও বিধায়ক জীবনকৃষ্ণ সাহার এই সকল সাফাই কাজে এলো না। কারণ সেদিনের সেই ঘটনার দুই সপ্তাহ পার হতে না হতেই তাকে গ্রেফতার হতে হল সিবিআই আধিকারিকদের হাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। কিন্তু ভাগ্যের পরিহাসে দিনের মাথায় সিবিআইয়ের জেরার মুখে পড়ে অবশেষে শ্রীঘরে যেতে হয়েছে  জীবন কৃষ্ণকে। আর সেই পুরোনো ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Viral Jiban krishna saha: 'আমি চুরি করার লোক না' জীবনকৃষ্ণের পুরনো ভিডিও ভাইরাল! দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement