বর্ষা এলেও দেখা নেই বৃষ্টির ! মাথায় হাত ছাতা বিক্রেতাদের

Last Updated:

Umbrella in Monsoon : এ বছর ছাতা বিক্রেতারা অনেকটাই হতাশ

+
ছাতার

ছাতার বিক্রি কম মুর্শিদাবাদে 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : কথায় আছে, বর্ষায় ছাতা আর শীতে কাঁথা একে অন্যের পরিপূরক । সবসময় আগলে রাখতে হয় । কিন্তু এবছর বর্ষায় বৃষ্টিই হয়নি । ফলে ছাতার তেমন দরকারই পড়েনি সাধারণ মানুষের । ছাতার দোকানে জমা হয়েছে ছাতা, বিক্রি হয়নি । এ বছর ছাতা বিক্রেতারা অনেকটাই হতাশ । প্রতি ছাতা বিক্রি করে ১০ থেকে ২০টাকার বেশি লাভ থাকে । তবে ভাদ্রের প্রথমে বৃষ্টি শুরু হওয়ায় এখন কিছুটা হলেও আশার আলো দেখছেন তাঁরা । এ বছর সেই ভাবে বৃষ্টি না হওয়ার ফলে বর্ষাতিও বিক্রি হচ্ছে না। ছাতাও বিক্রি কমে গিয়েছে। এক ব্যবসায়ী জানিয়েছেন, অন্যান্য বছর বর্ষার শুরুতে যা ছাতা বিক্রি হয় তার মাত্র ১৫ থেকে ২০ শতাংশ ছাতা বিক্রি হয়েছে। এর কারণ অবশ্য বৃষ্টি নয় বরং প্রখর রোদ। রোদ থেকে বাঁচার জন্য কিছু সংখ্যক মানুষ ছাতা কিনছেন।
বিক্রেতারা জানাচ্ছেন, মুর্শিদাবাদ জেলায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার ফলে ছাতা, বর্ষাতি তেমন বিক্রি হচ্ছে না। ছাতা কিছুটা বিক্রি হলেও বর্ষাতি একদমই বিক্রি হয়নি। সাধারণত বর্ষার মরসুমে জেলায় বৃষ্টিপাতের সাথে সাথে ছাতা রেনকোট ব্যাপক হারে বিক্রি হয়। কিন্তু এ বার সেটা হচ্ছে না।
advertisement
advertisement
আরও পড়ুন :  বহরমপুরের বাঁশিওয়ালা, বিহার থেকে নবাবনগরীতে এসে নিজের তৈরি বাঁশি বেচে ও বাজিয়েই কোনওমতে দিন গুজরান
কোভিডের কারণে এমনিতেই গত দু'বছর ছাতার ব্যবসা ভাল হয়নি। তারই মধ্যে এ বছর ছাতার বিক্রি হবে বলে আশা করেছিলেন বিক্রেতারা। কিন্তু সেখানেও বিধি বাম। এ বছর দেখা নেই বৃষ্টির । তবে ভাদ্রের প্রথমেই দক্ষিণবঙ্গ-সহ রাজ্যে বৃষ্টিপাত হতেই আশায় বুক বাঁধছেন বিক্রেতারা। হয়ত এবার ছাতা বিক্রি হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
বর্ষা এলেও দেখা নেই বৃষ্টির ! মাথায় হাত ছাতা বিক্রেতাদের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement