Murshidabad News: ব্যাগ ভর্তি ওগুলো কী পড়ে আছে! দেখে পুলিশেরও চোখ কপালে
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গোপন সূত্রে খবর পেয়ে হাউজনগর কৃষক বাজারের বিপরীতে একটি আম বাগানে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে। সামশেরগঞ্জের হাউজনগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়। সোমবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জেলাজুড়ে।
আরও পড়ুন: জ্বলন্ত বাজারে ঝলসে মৃত্যু বৃদ্ধার
গোপন সূত্রে খবর পেয়ে হাউজনগর কৃষক বাজারের বিপরীতে একটি আম বাগানে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পুলিশ সূত্রে খবর, দুটি ব্যাগে মোট ১৫ টি তাজা বোমা ছিল।
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বোমা-বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দু’দিন আগে হরিহরপাড়া থেকেও উদ্ধার হয়েছিল তাজা বোমা। কেবল রামপুর মাঠে কালভার্টের তলায় বস্তা ভর্তি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা জেলায়। তারপর ফের শামসেরগঞ্জে বোমা উদ্ধার হওয়ায় গোটা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, চিন্তা করার কিছু নেই। কিন্তু আমজনতা তাতে যেন কিছুতেই আশ্বস্ত হতে পারছে না।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 6:08 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ব্যাগ ভর্তি ওগুলো কী পড়ে আছে! দেখে পুলিশেরও চোখ কপালে








