Murshidabad News: পুকুরে মোবাইল ছুড়ে ফেলা বিধায়ক সেই জীবনকৃষ্ণ সাহা'র দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মুর্শিদাবাদের এই বিতর্কিত তৃণমূল বিধায়কের দলীয় কার্যালয় ভাঙার বিষয়টি অবশ্য মসৃণভাবে হয়নি। বড়ঞার আফ্রিকা মোড় সংলগ্ন এলাকার এই কার্যালয়টি ভাঙার সময়ের নাটকীয় ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।
মুর্শিদাবাদ: হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা’র দলীয় কার্যালয়। এই জীবনকৃষ্ণ সাহা’ই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে এই মুহূর্তে জেলে আছেন। তাঁর দলীয় কার্যালয়টি সরকারি জমি দখল করে গড়ে উঠেছে বলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালত আগেই সেটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন টালবাহানার পর অবশেষে বুধবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল শাসকদলের এই কার্যালয়।
মুর্শিদাবাদের এই বিতর্কিত তৃণমূল বিধায়কের দলীয় কার্যালয় ভাঙার বিষয়টি অবশ্য মসৃণভাবে হয়নি। বড়ঞার আফ্রিকা মোড় সংলগ্ন এলাকার এই কার্যালয়টি ভাঙার সময়ের নাটকীয় ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বড়ঞা থেকে জিতে প্রথমবার বিধায় হন জীবনকৃষ্ণ সাহা। তারপরই তিনি এই কার্যালয়টি তৈরি করেন। এটি এলাকার মানুষের কাছে তৃণমূলের পার্টি অফিস নামেই পরিচিত ছিল। কিন্তু তৈরির কিছু দিনের মধ্যেই কার্যালয়টি ঘিরে বিতর্ক শুরু হয়। সরকারি জমি দখল করে বিধায়ক কার্যালয় তৈরি করেছেন বলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
advertisement
advertisement
সেই মামলাতেই আদালত রায় দেয়, তৃণমূলের এই পার্টি অফিস ভেঙে জায়গা খালি করে দিতে হবে। কিন্তু এই রায় বাস্তবায়িত করার ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের টালবাহানা চলতে থাকে। শেষ পর্যন্ত বুধবার সকাল সাতটায় বুলডোজার নিয়ে জীবনকৃষ্ণ সাহার এই দলীয় কার্যালয় ভাঙতে হাজির হয় প্রশাসন। কিন্তু ভাঙার কাজ শুরুর আগেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে পুলিশ।
advertisement
বড়ঞা-২ পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী জ্যোৎস্না খাতুন বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ বোঝানোর পর মহিলা পুলিশ দিয়ে ওই তৃণমূল নেত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই তিনি কেঁদে ফেলেন। বলেন, বেআইনিভাবে হাইকোর্ট থেকে রায় বের করে এনে দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, কলকাতা হাইকোর্ট যে জায়গাটি খালি করতে বলেছে তার মধ্যে তৃণমূলের এই পার্টি অফিসটি পড়ে না। তাঁরা প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 4:34 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুকুরে মোবাইল ছুড়ে ফেলা বিধায়ক সেই জীবনকৃষ্ণ সাহা'র দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন