Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র!
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এরপরেই তল্লাশি চালিয়ে কাঁকুড়িয়া থেকে রবিউল রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
#মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের জঙ্গিপুরে। পুলিশ সূত্রের খবর, জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত সমশেরগঞ্জের কাঁকুড়িয়া-সহ এলাকার একাধিক জায়গা থেকে ৭টি সেভেনএমএম বন্দুক-সহ ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট তিনজন।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জানান, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সমশেরগঞ্জ থানার পুলিশ গত ২৪ ডিসেম্বর গোপন সূত্রে পায়, সমশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। পুলিশ জানায়, অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই এলাকায় জড়ো হয়েছে ওই দুষ্কৃতীরা।
আরও পড়ুন - Hooghly News|| পারিবারিক বিবাদের জের, প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালভূমির মাটিতে সুন্দরবন! পর্যটন মানচিত্রে জনপ্রিয়তার শীর্ষে পুরুলিয়ার নয়া এই ডেস্টিনেশন
এরপরেই তল্লাশি চালিয়ে কাঁকুড়িয়া থেকে রবিউল রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এরপরে রবিউলকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রবিউল শেখ ও তহিদুল শেখ। ওদের কাছ থেকেও একটি করে আগ্নেয়াস্ত্র ও ৫রাউন্ড করে গুলি উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলায় মামলা রুজু করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নামও সামনে আসে। নাম বাবু শেখ। বুধবার রাতে সমশেরগঞ্জের বাসিন্দা বাবু শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মেলে ২৫ রাউন্ড গুলিও। তবে, বাবু শেখ এখনও পলাতক।
এরকম একাধিক তল্লাশি অভিযানের শেষে মোট ৪০ রাউন্ড গুলি ও ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচনের আগে কেন এই ধরনের আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
Dec 29, 2022 5:30 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র!









