TET 2022: প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যের ৬টি জেলায় বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা

Last Updated:

রবিবার ভোর থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলে রওনা দিলেন টেট পরীক্ষার্থীরা। টেট পরিক্ষার জন্য রবিবার ভোর রাত থেকে পরিক্ষার্থীরা রওনা দিলেন গন্তব্য স্থলে।

+
title=

#মুর্শিদাবাদ: দীর্ঘ পাঁচ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে আয়োজন টেট পরীক্ষার। শিক্ষা দফতরের পক্ষ থেকে নানান সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়েছে টেট পরীক্ষাকে ঘিরে। পরীক্ষায় থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। রাজ্যের বিভিন্ন জেলায় শেষ হয়েছে টেট প্রস্তুতি। রবিবার ভোর থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলে রওনা দিলেন টেট পরীক্ষার্থীরা। টেট পরিক্ষার জন্য রবিবার ভোর রাত থেকে পরিক্ষার্থীরা রওনা দিলেন গন্তব্য স্থলে। মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে জেলার বিভিন্ন জায়গায় বাস রিজার্ভ করে টেট পরীক্ষার্থীরা রওনা দিলেন।
আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
উৎসবের মেজাজে পরীক্ষা দেবেন ছাত্র ও ছাত্রীরা ।মুর্শিদাবাদ জেলার ১৪৭টি কেন্দ্রে পরিক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। মুর্শিদাবাদ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ হাজার ৯০০। পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রাথমিক শিক্ষা সংসদ ও রাজ্য সরকার। কান্দি মহকুমা থেকে জেলার বিভিন্ন প্রান্তে রওনা দিতে দেখা গেল পরিক্ষার্থীদের। শুধু তাই নয়, মটর বাইক, টোটো এবং অটোতে করেই পরীক্ষা কেন্দ্রে রওনা দিলেন ছাত্র ও ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন সাপের খেলা দেখাতে এসে কেটে পড়ল সাপুড়ে! টপাটপ বিষধর সাপ পড়ল বেরিয়ে
যদিও টেট প্রশ্ন পত্র ফাঁস রুখতে রাজ্যের ৬টি জেলায় বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলায় বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। বেলা ১১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।রবিবার দুপুর ১২ থেকে ২.৩০ পর্যন্ত হবে টেট পরীক্ষা। পরীক্ষাকে ঘিরে একাধিক নিয়ম চালু করেছে পর্ষদ। পর্ষদের ভূমিকায় খুশি ছাত্র ও ছাত্রীরা। শীতের সকালে উৎসবের মেজাজে টেট পরিক্ষা দিতে যেতে দেখা গেল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
TET 2022: প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যের ৬টি জেলায় বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement