Murshidabad News: কোদাল হাতে ছাত্রছাত্রীদের বাড়িতে শিক্ষকরা! কী এমন ঘটল জেলায়!
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
শুধু গাছ দেওয়া নয়, বাড়িতে গিয়ে সেই গাছ রোপণ করলেন শিক্ষকরা। পড়ুয়াদের শিখিয়ে দিলেন গাছের যত্নও।
বহরমপুর: বিশ্ব উষ্ণায়ন রোধে পরিবেশ রক্ষায় এক নজিরবিহীন পদক্ষেপ নিল হরিহরপাড়া সার্কেলের ৫০ নম্বর পীরতলা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সরকার এবং শিক্ষক নাজমুল হক খান, ইসারুল, অয়ন বিশ্বাস ও আরও দুই শিক্ষকের নেতৃত্বে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণ করলেন শিক্ষকরা। গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় কড়া বার্তাও দিলেন তাঁরা। গাছ লাগানোর তালিকায় রয়েছে বট,অশ্বত্থ,খেজুর,বেল,তেঁতুল,আমগাছ বসানো।
বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র গাছ বিলি করলেই চলবে না, বরং সেই গাছ নিজের হাতে লাগিয়ে তাতে যত্ন নেওয়ার বার্তা দিতে হবে। সেই কারণেই শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে নিজের হাতে কোদাল চালিয়ে ফল,ফুল ও ওষধি গাছের চারা রোপণ করেন।
প্রধান শিক্ষক প্রশান্ত সরকার বলেন,”গাছ তো অনেকেই দেয়, কিন্তু কেউ বাড়ি গিয়ে নিজের হাতে গাছ লাগায় না। আমরা সেটাই করলাম।”
advertisement
advertisement
এই কর্মসূচিতে প্রায় শতাধিক গাছ লাগানো হয়েছে। বিদ্যালয় সূত্রে খবর, আগামী দিনে আরও বাকি গাছগুলি লাগানো হবে। এই উদ্যোগে সামিল ছিল ছাত্রছাত্রী, অভিভাবক এবং গ্রামবাসীরাও। এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই পদক্ষেপ শুধু শিক্ষার পরিধি নয়, সামাজিক সচেতনতাও ছড়িয়ে দিল নিঃশব্দে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 6:39 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কোদাল হাতে ছাত্রছাত্রীদের বাড়িতে শিক্ষকরা! কী এমন ঘটল জেলায়!







