Tasty Kulfi: এ যেন ডবল ডোজ, কুলফি-আইসক্রিমের দারুণ কম্বো, গরম পালাচ্ছে দূরে

Last Updated:

এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছেন নাগরিকরা। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে অনেকেই ঠাণ্ডা পানীয় পান করছেন। এক টুকরো কুলফি আইসক্রিম খেয়ে প্রাণ জুড়িয়ে নিচ্ছেন ক্রেতারা 

+
এই

এই গরমের বাজারে হু হু করে বিকোচ্ছে কুলফি

মুর্শিদাবাদ: গরম কালের তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। বাদ যাচ্ছে না মুর্শিদাবাদ। ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে জেলাবাসীকে। দেখা নেই বৃষ্টির। এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছেন নাগরিকরা। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে অনেকেই ঠাণ্ডা পানীয়র দিকে ঝুঁকছেন৷
তীব্র তাপপ্রবাহে জেরে নাজেহাল যখন বঙ্গবাসী। দেখা নেই বৃষ্টির। তবে গরমের মধ্যেই সন্ধ্যা নামতেই কুলফি বিক্রি করছেন কুলফি বিক্রেতারা ।
ঠান্ডা পানীয়র পাশাপাশি সন্ধ্যা নামলেই বেশ বিক্রি বেড়েছে, ফলে কুলফি বিক্রি করে লাভবান হচ্ছেন তাঁরা। ১০টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত কুলফি মিলছে গাড়িতে৷
advertisement
দিনে প্রায় দুই হাজার টাকার বেশি কুলফি বিক্রি হয়ে যাচ্ছে৷ আর সাধারণ মানুষ কুলপি খেয়ে একটু প্রাণ জুড়িয়ে নিচ্ছেন। বর্তমানে গরমের মধ্যে একটু স্বস্তি পেতে অনেকেই স্পেশাল কুলফিতে মজেছেন। মুর্শিদাবাদে এসে এই রকম কুলফি খাওয়া হয়নি এমন মানুষ হয়তো হাতেগোনা কয়েকজন।
advertisement
অনেকেই গরমকালে ফল আর জলের উপরেই থাকেন বেশিরভাগ সময়। বিভিন্ন রকমের শরবত, রসালো ফল, ঠাণ্ডা জল, লস্যি, কাস্টার্ড— এসব শুনলেই এখন জিভে জল আসার সঙ্গে সঙ্গে মন-প্রাণও জুড়িয়ে যায়। এদের সঙ্গেই জমিয়ে টেক্কা দিচ্ছে কুলফি, ফলে এটা খেয়েও একটু প্রাণ জুড়িয়ে নিচ্ছেন সাধারণ মানুষ।
আরও দেখুন
বর্তমানে মাথার ওপর পারদ ৪৩ ডিগ্রি, আর যার কারণেই একটানা এই গরমে হাঁসফাঁস করছে মানুষ। গরমে পথিক খুঁজছে একটু শীতল ছায়া। তৃষ্ণায় গলা ভেজালেও স্বস্তি নেই। ঠান্ডা পানীয় কিংবা বরফে যেন এখন স্বর্গ সুখ।
advertisement
কয়েকদিন ধরে অতিরিক্ত গরম। এই অতিরিক্ত গরমে সান স্ট্রোকের আশঙ্কাও প্রবল। এই অবস্থায় শরীর সুস্থ রাখতে জরুরি ডাক্তারি পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। শরীর সুস্থ রাখতে ফ্লুইড, রসালো খাবার ও ফলমূল খাবার পরামর্শ। পাশাপাশি তৈলাক্ত এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলাই দরকার বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Tasty Kulfi: এ যেন ডবল ডোজ, কুলফি-আইসক্রিমের দারুণ কম্বো, গরম পালাচ্ছে দূরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement