Murshidabad News: মহিলাদের স্বনির্ভর করতে জোরকদমে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষণ শিবির
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মহিলাদের স্বনির্ভর করতে কান্দি পুরসভায় চলছে সেলাই প্রশিক্ষণ শিবির
মুর্শিদাবাদ: বর্তমানে মহিলাদের স্বনির্ভর করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য সরকারের পক্ষ থেকে গড়ে দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে ভালোভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন তার জন্য বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে সরকার। ঠিক তেমনই একটি প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে কান্দি পুরসভায়। স্বয়ং সিদ্ধা দফতরের (NULM) অধীনে কান্দি পুরসভায় এই প্রশিক্ষণ শিবির চলছে। এখানে বাছাই করা মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কান্দির প্রতিটি ওয়ার্ড থেকে ৬ জন করে মহিলাকে বাছাই করে এই শিবিরে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১৩ দিনের প্রশিক্ষণ শিবিরে এখনও পর্যন্ত ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। মোট ৪ টি পৃথক ব্যাচ করা হয়েছে।
advertisement
advertisement
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কোর্সের জন্য ৩০ জনের একটি করে ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাঁরা এই শিবিরে সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের প্রত্যেকেরই লক্ষ্য স্বনির্ভর হওয়া। ইতিমধ্যে নানান ধরনের পোশাক তৈরি করার কৌশল তাঁরা আয়ত্ত করেছেন। ব্লাউজ, সায়া, পেটিকোট, বাচ্চাদের নানা ধরনের পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে স্কুলের ছাত্র ও ছাত্রীদের জন্য পোশাক তৈরির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শিবিরের অংশ নেওয়া মহিলারা জানিয়েছেন, শিবির শেষে তাঊরা বাড়িতে সেলাই মেশিন কিনে নিজের মত করে কাজ করতে চান।
advertisement
এই শিবিরে প্রশিক্ষক হিসেবে যারা হাতে-কলমে সেলাই শেখাচ্ছেন তাঁরা জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে সেলাই মেশিন কেনা হয়েছে। স্কুলের পোশাক তৈরির কাপড় কিনবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আগামী দিনে স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক তৈরির বরাত পেলে প্রশিক্ষিতরা ভালোভাবেই পোশাক তৈরি করতে পারবে বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 6:38 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মহিলাদের স্বনির্ভর করতে জোরকদমে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষণ শিবির