মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে চালু হল 'মা' ক্যান্টিন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে কান্দি বাস স্ট্যান্ডে এই 'মা' ক্যান্টিন খোলা হয়েছে। বুধবার তার উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক সহ কান্দি পঙরসভার অন্যান্য কাউন্সিলররা।
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের প্রথম কলকাতায় 'মা' ক্যান্টিন চালু হয়েছিল। সেই দেখে ২০২১ সালের নভেম্বর মাসে কান্দি মহকুমা হাসপাতালে মা ক্যান্টিন পরিষেবা চালু করা হয়। মূলত দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের কথা মাথায় রেখে সেটি চালু করা হয়েছিল। এবার কান্দি পুরসভার উদ্যোগে দ্বিতীয় মা ক্যান্টিন পরিষেবার উদ্বোধন হল কান্দি বাসস্ট্যান্ডে। যা থেকে উপকৃত হবেন এলাকার বহু সাধারণ মানুষ।
কান্দি বাসস্ট্যান্ডে এলাকার মানুষ ছাড়াও প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু লোক বিভিন্ন কাজে আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এগিয়ে এল কান্দি পুরসভা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই 'মা' ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পেট ভরে মিলবে দুপুরের খাবার। কান্দি পুরসভার উদ্যোগে এই পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। কান্দি পুরসভার পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, মহকুমা হাসপাতালে চলা মা ক্যান্টিন থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ৯ হাজার সাধারণ মানুষ দুপুরের খাবার খেয়েছেন। এবার কান্দি বাস স্ট্যান্ডের দ্বিতল ভবনে এই পরিষেবা দেওয়া হবে।
কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান, মাত্র ৫ টাকার বিনিময়ে 'মা' ক্যান্টিনে ভাত, ডাল, সবজি ও ডিম তুলে দেওয়া হবে গ্রাহকের হাতে। রান্নার দায়িত্বে থাকবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
প্রতিদিন দুপুর ১২ টায় কান্দি বাস স্ট্যান্ডের এই 'মা' ক্যান্টিনে খাবার পরিবেশন করা হবে। মাত্র পাঁচ টাকায় দুপুরে পেট ভরা খাবার পাওয়া যাবে জেনে খুশি এলাকার মানুষ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maa canteen, Murshidabad news