Murshidabad News: মোবাইলে গেম খেলতে ছাদে গিয়েছিল পড়ুয়া, তারপরেই সব শেষ! রঘুনাথগঞ্জে হাড়হিম করা ঘটনা
Last Updated:
Murshidabad News: এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্ত দাবি করেছেন স্হানীয় বাসিন্দারা।
রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শ্মশানরোড এলাকায় বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম শাহিদ আফ্রিদি (১৭)। বাড়ি রঘুনাথগঞ্জের কাশিয়াডাঙা হাতিবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে তারা ভাড়া থাকত তার পাশের বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় দেহ দেখতে পান স্হানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ।পরিবারের সদস্যরা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে শাহিদ আফ্রিদি সে বাড়ির ছাদে উঠেছিল মোবাইলে গেম খেলার জন্য। কিন্তু তার পর আর ওপর থেকে নীচে নেমে আসেনি। তবে শুক্রবার সাত সকালে দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে। কীভাবে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্ত দাবি করেছেন স্হানীয় বাসিন্দারা। তবে স্কুল ছাত্রের আকস্মিকভাবে এই মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
advertisement
কৌশিকঅধিকারী
view commentsLocation :
First Published :
September 09, 2022 1:56 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মোবাইলে গেম খেলতে ছাদে গিয়েছিল পড়ুয়া, তারপরেই সব শেষ! রঘুনাথগঞ্জে হাড়হিম করা ঘটনা

