Murshidabad News: ফের আবাস যোজনায় গোলমাল! এবার চাঞ্চল্য ফরাক্কাতে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
আবাস যোজনা প্রকল্প নিয়ে উত্তপ্তরাজ্য। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা । ইতমধ্যেই পদত্যাগ করেছেন আশা কর্মী। এবার এক অন্য চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদে।
#মুর্শিদাবাদঃ আবাস যোজনা প্রকল্প নিয়ে উত্তপ্তরাজ্য। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা । ইতমধ্যেই পদত্যাগ করেছেন আশা কর্মী। এবার এক অন্য চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদে। যেখানে গ্রামীণ এলাকায় বড় বড় বাড়ি থাকা সত্ত্বেও নাম আছে ঘরের সেখানে প্রথম লিস্টে নাম থাকা সত্ত্বেও আশা কর্মীদের লিস্টে নাম থাকল না প্রাপকদের। প্রতিশ্রুতি মতো ঘরের নাম না থাকায় প্রবল অসন্তুষ্ট গ্রামের বাসিন্দারা। আবাস যোজনার কাজ নিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সার্ভে কাজে গিয়ে গ্রামের বাসিন্দাদের রোষের মুখে পড়ছেন আশা কর্মীরা।
তবে আবাস যোজনার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদের ফরাক্কার পলাশী এলাকায় আগে আবাস যোজনা তালিকায় ঘরের নাম থাকলেও। আশা কর্মীদের সার্ভে তালিকায় নেই আবাস যোজনা ঘরের নাম ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা এমনি ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে পলাশী এলাকায়। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শীত ও বর্ষায় প্রবল সমস্যায় পড়তে হয়। বারবার আবেদন করেও ঘর মেলেনি।
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে পুকুর ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন বাসিন্দারা!
টালি বা ত্রিপল ঘর আছে। কিন্তু প্রথম লিষ্ট নাম থাকলেও পরে সেই লিস্টে নাম নেই বলেই অভিযোগ।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য প্রথম তালিকায় আবাস যোজনা ঘরের নাম ছিলো , দেওয়া হয় সমস্যা কাগজপত্র। তারপর যখন আশাকর্মীদের হাতে আবাস যোজনা ঘরের তালিয়া নেই তাঁদের নাম। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে বিড়ি বেঁধে সংসার অনিতা রায়ের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ 'গঙ্গা বাঁচাও' প্রচারের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ পুস্তক প্রদর্শনীর আয়োজন জিয়াগঞ্জে
টালি ঘর ত্রিপল দেওয়া ঘর থাকলেও বারবার আবেদন করা যায় ঘরের জন্য। কিন্তু তাও মেলেনি। গ্রামে গ্রামে সার্ভে গিয়ে ক্ষোভের মুখে পড়ছেন আশা কর্মীরা। শুভ্রা মিশ্র জানান, আমাদের কে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আমাদের কে বলা হচ্ছে কেন নাম নেই। আমরা কিছুই বলতে পারছি না।তবে আদৌ সমস্যার সমাধান হবে কিনা তার দিকে তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
December 14, 2022 1:26 PM IST