Arijit Singh in School: কে বলবে তিনি এতটা বিখ্যাত! স্কুলে ঢুকেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ইংরেজি শিক্ষিকাকে

Last Updated:

Murshidabad News: অরিজিৎ সিং-এর আচরণে মুগ্ধ স্কুল কর্তৃপক্ষ, বিখ্যাত গায়কের ব্যবহারে আপ্লুত ইংরেজির শিক্ষিকা 

ইংরেজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর সাথে গায়ক অরিজিত সিং 
ইংরেজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর সাথে গায়ক অরিজিত সিং 
#মুর্শিদাবাদ: অরিজিৎ সিং, জনপ্রিয় গায়ক বর্তমান প্রজন্মের কাছে বড় আবেগ। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়ি৷ কর্মসূত্রে মুম্বইতে থাকলেও, দেশ-বিদেশের মাটিতে গান গেয়েই সটান ফিরে এলেন জিয়াগঞ্জের মাটিতে। সাফল্যের শিখরে উঠেও ভুলে যাননি জিয়াগঞ্জকে। অরিজিৎ সিং পড়াশুনো করেছেন জিয়াগঞ্জের বিজয় সিংহ বিদ্যা মন্দিরে । সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেছেন গত দু’ মাস আগেই। আর সেই জিয়াগঞ্জ বিজয় সিংহ বিদ্যা মন্দিরে এসে স্কুলের ইংরেজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর পা ছুঁয়ে প্রণাম করলেন গায়ক অরিজিৎ সিং।
'ডাউন টু আর্থ' অরিজিৎকে ব্যক্তিগত ভাবে যারা চেনেন এক বাক্যে এটাই বলেন। স্কুলেও তাঁর ব্যবহার ও আলাপচারিতায় একই পরিচয় পান স্কুলের নতুন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যাঁদের কাছে অরিজিৎ পড়েছেন, তাঁদের কাছে তো গায়ক অরিজিতের থেকে বেশি যেন ছাত্র অরিজিৎ। স্কুলের তেমনই একজন শিক্ষিকা সুনিতা লাহিড়ী। তিনি অরিজিতের ইংরেজি দিদিমণি। যে অরিজিৎ-কে একবার চোখের দেখার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য মুখিয়ে থাকে যুব সমাজ সেই অরিজিৎ নিজের স্কুল বা শহরকে ভুলে যাননি। তাই বিদেশের মাটিতে গান করেই জিয়াগঞ্জে হাজির হন তিনি।
advertisement
advertisement
জানা গিয়েছে, বিদেশে ছিলেন অরিজিৎ সিং। অনেকদিন লম্বা সফর করে জিয়াগঞ্জের পৈত্রিক বাড়িতে ফিরে আসেন তিনি। নিজস্ব ভঙ্গিতে সাদামাটা জামা পড়ে, একটি ব্যাগ নিয়ে হাজির হন স্কুলে। ইংরাজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর সাথে দেখা করে পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা যায়।।
advertisement
ইংরেজি শিক্ষিকা সুনীতা লাহিড়ীর কথায়, স্কুল জীবন থেকেই অরিজিৎ-এর কথায় মিষ্টতা ছিল। নম্র ব্যবহার আমাদেরকে মুগ্ধ করত। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কত সহজে মিশে যায়, ওঁ ভীষণ ডাউন টু আর্থ। স্কুলে এল, সবার সঙ্গে কথা হয়েছে। ওঁর সঙ্গে কথা বলে খুবই ভাল লাগলো। ছাত্র যতই বড় হোক সে তো আমাদের কাছে ছাত্র।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Arijit Singh in School: কে বলবে তিনি এতটা বিখ্যাত! স্কুলে ঢুকেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ইংরেজি শিক্ষিকাকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement