Murshidabad News: মায়ের বকাবকি! অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা স্কুল ছাত্রীর
Last Updated:
বাড়িতে চা করা নিয়ে মা বকাবকি করেছিল, আর তার জেরেই চরম সিদ্ধান্ত নিল স্কুল ছাত্রী।
#মুর্শিদাবাদ: বাড়িতে চা করা নিয়ে মা বকাবকি করেছিল, আর তার জেরেই চরম সিদ্ধান্ত নিলস্কুল ছাত্রী।বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্কুল ছাত্রী ।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত কান্দরা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর নাম পায়েল মাল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মা বকাবকি করে চা করতে বলে। কিন্তু অভিমানে সেই চা করতে রাজি হয়নি পায়েল মাল। আর তার জেরেই বাড়িতে কেউ না থাকার সুবাদে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্কুল ছাত্রী পায়েল মাল, ১৭ বছর বয়সি স্কুল ছাত্রী।পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পেলে খড়গ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন Murshidabad News: জীবিত থেকেও সরকারি খাতায় 'মৃত' বৃদ্ধা! মেলে না কোনও সাহায্য
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বৃহস্পতিবার দুপুরে দেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।চিকিৎসকদের মতে, বর্তমান দিনে মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট ছাত্র ও ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন Murshidabad News: ব্রিজের উপর চলতে চলতেই হঠাৎ ভয়ানক অবস্থা! আতঙ্ক
ফলে অনেক অংশেই একাকীত্ব বোধ তৈরি হচ্ছে। আর যার ফলে বাড়িতে বকাবকি করলেই সেটাকে আত্মসম্মানে নিয়ে আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে ছাত্র ও ছাত্রীরা। তবে অভিভাবকদের বকাবকি না করে আগে কাউন্সিলিং করতে হবে, তবেই এই ধরনের দুর্ঘটনা কমবে পরিবারে। মত বিশেষজ্ঞদের৷
advertisement
advertisement
কৌশিক অধিকারী
Location :
First Published :
December 23, 2022 8:32 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মায়ের বকাবকি! অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা স্কুল ছাত্রীর