Murshidabad News: কাউকে কষিয়ে মারছে চড়, কাউকে দিচ্ছে কামড়ে! বেয়ারা হনুমানের তাণ্ডবে ভয়ে কাঁটা গোটা গ্রাম

Last Updated:

Monkey Attack: সালার থানার মাধাইপুর গ্রামে হনুমানের আক্রমণে গুরুতর জখম হল এক প্রৌঢ়। জখম আলম সেখকে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সালারে হনুমানের তান্ডবে আহত ব্যক্তি হাসপাতালে
সালারে হনুমানের তান্ডবে আহত ব্যক্তি হাসপাতালে
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সালারে হনুমানের তাণ্ডব । আর হনুমানের তাণ্ডবে ভয়ঙ্কর ঘটনা ঘটল মুর্শিদাবাদে। এখনও পর্যন্ত  আহত হয়েছেন প্রায় পনেরো জন গ্রামবাসী।জানা গিয়েছে, সালার থানার মাধাইপুর গ্রামে হনুমানের আক্রমণে গুরুতর জখম হন এক প্রৌঢ়। জখম আলম সেখকে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতের মুখের একাধিক স্থানে গভীর ক্ষত হওয়ায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। প্রৌঢ়ের ওপর হনুমানের আক্রমণের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মাধাইপুর গ্রামে।
গ্রামবাসীরা জানিয়েছেন, সাম্প্রতিক ওই একই হনুমানের আক্রমণে গ্রামের ১৫ জনের বেশি আক্রান্ত হয়েছে। গ্রামের মানুষজন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, যাতে বন দফতরের কর্মীরা অবিলম্বে হনুমানটিকে খাঁচাবন্দি করে নিয়ে যান। এদিনের ঘটনার খবর পেয়ে সালার ব্লকের বিডিও আশিস মণ্ডল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। হনুমানের আক্রমণের পাশাপাশি কয়েকদিন আগে শিয়ালের কামড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বড়ঞা ও সুতিতে।
advertisement
আরও পড়ুন :  অনটনের সংসার অথৈ জলে, ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ২ পরিযায়ী শ্রমিকের
গত ২৩ নভেম্বর মুর্শিদাবাদ জেলার সুতিতে শিয়ালের আক্রমণে আহত হন ১০জন গ্রামবাসী। গ্রামের মধ্যে ঢুকে একটি শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিল একটি শিয়াল। গ্রামবাসীরা দেখতে পেয়ে সেই শিয়ালকে তাড়া করতেই পাল্টা গ্রামবাসীদের উপর হঠাৎই আক্রমণ করে শিয়ালটি। শিয়ালের কামড়ে আহত হন চার মহিলা, দুই শিশু-সহ প্রায় দশজন গ্রামবাসী।
advertisement
advertisement
আরও পড়ুন :  পৌঁছয়নি 'দুয়ারে সরকার', টাকা খরচ করে নদী পেরিয়ে রেশন আনতে যেতে হয় চরের বাসিন্দাদের
ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেরই রক্ত ক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি আক্রান্তদের সামসেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, উল্লাপাড়া গ্রামটি মাঠ সংলগ্ন এলাকা হওয়ায় যখন তখন এমন ঘটনা ঘটছে।তবে শিয়ালের পর এবার হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ এ বার সালার এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কাউকে কষিয়ে মারছে চড়, কাউকে দিচ্ছে কামড়ে! বেয়ারা হনুমানের তাণ্ডবে ভয়ে কাঁটা গোটা গ্রাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement