Murshidabad News- ভালোবাসার দিনে গোলাপের বাজার আকাশছোঁয়া
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সোমবার সকাল থেকে বিভিন্ন ফুলের দোকানের সামনে ভিড় ক্রেতাদের
#বহরমপুরঃ আজ ১৪ই ফেব্রুয়ারি। মানে ভ্যালেন্টাইনস ডে, ভালোবাসার দিন। বসন্তের ছোঁয়ায় একে অপরের ভালোবাসা বিনিময়ের দিন তো আজই। আর ভ্যালেন্টাইনস ডে মানেই লাল গোলাপ। মুর্শিদাবাদ জেলার সদর শহরজুড়ে ভালোবাসার দিনে গোলাপ ফুলের চাহিদা তুঙ্গে, দাম ও আকাশছোঁয়া (Murshidabad News)।
শহরজুড়ে যেন প্রেমের মরশুম। কারণ আজ ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। বসন্তের আগমনে আকাশে বাতাসে ভালোবাসার রঙে মেতে উঠেছে তরুন তরুনীরা। হয়ত কোথাও আড়ম্বরে, কোথাও বা নিভৃতে সাক্ষ্য বইছে এইদিন। একে অপরের ভালোবাসা বিনিময়ের দিন তো আজই। আর ভ্যালেন্টাইনস ডে মানেই লাল গোলাপ। ভালোবাসা বিনিময়ের এক এবং অন্যতম মাধ্যম লাল গোলাপ। আর ভ্যালেন্টাইনস ডে-তে গোলাপ কিনতে ফুলের বাজারে ক্রেতাদের ভিড় জমছে বেশ ভালোই। তবে গোলাপের দাম আকাশছোঁয়া। (Murshidabad News)
advertisement
গোলাপের চাহিদা থাকলেও দামও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। অনলাইনেই ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারাও। গোলাপের চাহিদা আছে, তবে দাম ঊর্ধ্বমুখী। রোজ ডে'তে কম দাম ছিল। গতকাল বিক্রি হয়েছে ১৫টাকা নরমাল গোলাপ। আজকে ২৫টাকা, বেঙ্গালুরু গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০টাকা প্রতি পিস। তবে প্রতিটি দোকানে এখন অনেকেই এই গোলাপ বিক্রি করছেন। তবে যে দামে আজকে গোলাপ বিক্রি হচ্ছে সেই গোলাপ আজকে বিক্রি না হলে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা জানান, আজকে অন্যান্য দিনের থেকে দাম তুলনামূলক ভাবে বেশি। তবে বিশেষ দিন বলে কথা, তাই হয়ত দাম বেশি আজকে। (Murshidabad News)
advertisement
Location :
First Published :
February 14, 2022 8:29 PM IST
