Rathayatra 2023: গড়াল রথের চাকা! শুরু পুজোর কাউন্টডাউন! মা আসছে

Last Updated:

Rathayatra 2023: মঙ্গলবার রথযাত্রা, রথযাত্রার দিন থেকেই কাঠামোতে মাটি দিয়ে ও মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই শুরু হল এবছরের দুর্গাপুজোর কাউন্টডাউন।

+
বাঘডাঙ্গা

বাঘডাঙ্গা ভাঙা বাড়ির বুড়িমা দুর্গাপুজোতে চলছে কাঠামো পুজো 

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের কান্দি পৌর এলাকার প্রাচীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম জেমো বাঘডাঙ্গা ভাঙা বাড়ির বুড়িমা দুর্গাপুজো। মঙ্গলবার রথযাত্রা, রথযাত্রার দিন থেকেই কাঠামোতে মাটি দিয়ে ও মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই শুরু হল এবছরের দুর্গাপুজোর কাউন্ট-ডাউন। বাংলির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর রথযাত্রার দিন থেকেই তা সুচনা করা হল। জানা যায়, প্রায় ৪০০বছরের প্রাচীন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন বিকল সিংহ। বর্তমানে রাজা নেই রাজ প্রাসাদ নেই । তবে আগে ভগ্নদশা ভুগলেও বর্তমানে সংস্কার করা হয়েছে বাঘডাঙ্গা জমিদার বাড়ি। পরিবারের বর্তমান সদস্যরা এই পুজো নিয়ম ও নিষ্ঠার সঙ্গে আজও চালিয়ে আসছেন পুজো।
আরও পড়ুন:
পরিবারের অন্যতম সদস্যরা জানিয়েছেন, বাঘডাঙ্গা ভাঙা বাড়ি নামেই খেত এই পুজো, বর্তমানে এই পুজো নাম বুড়িমার দুর্গাপুজো। আগে ভাঙা বাড়ি থাকলেও বর্তমানে মন্দির সংস্কার করা হয়েছে। তবে ৪০০বছর আগে পুজো সুচনাকালীন দেবীর গায়ের রং ছিল গৌড়ি, বর্তমানে দেবীর গায়ের রং এবং শাড়ির রং এক আছে এবং দেবীর এখানে কোন রং পরিবর্তন করা হয় না। আগে যে রং পুজিত হয়ে এসেছেন বর্তমানে সেই রং পূজিতা হন দেবী মা দুর্গা। জিতা অষ্টমির দিনে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়।
advertisement
advertisement
প্রাচীন কালের এই পুজো দেখতে বহু দুর দুরন্ত থেকে মানুষ জন আসেন পুজো দেখতে। তবে এখানে সিংহ বদলে নরসিংহ দেখা যায়, রাজ আমলে বোধনের দিন থেকে ঘট এনে পুজো পাঠ করা হলেও বর্তমানে ষষ্ঠীর দিন থেকে ঘট এনে পুজো পাঠ শুরু করা হয় বলে জানান পরিবারের সদস্যরা। বর্তমানে বাঘডাঙ্গা জমিদারবাড়ি ভগ্নদশা কাটিয়ে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে বর্তমানে পরিবারের সদস্যরা এই প্রাচীন পুজো আজও চালিয়ে আসছেন। মঙ্গলবার থেকে কাঠামো পুজোর মধ্যে দিয়েই এবছরের পুজোর সুচনা করা হল বলেই জানা যায় ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Rathayatra 2023: গড়াল রথের চাকা! শুরু পুজোর কাউন্টডাউন! মা আসছে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement