হোম /খবর /মুর্শিদাবাদ /
রামকৃষ্ণ পরমহংসের ১৮৮ তম জন্মতিথি উদযাপন

Ramkrishna Birthday: রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি পালিত হল জেলায়

রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি যথাযথ মর্যাদায় পালিত হল সর্বত্র

  • Share this:

মুর্শিদাবাদ: মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি উৎসব উদযাপিত হয় রাজ্যজুড়ে। বেলুড় মঠ সহ সর্বত্র ভক্তি শ্রদ্ধার সঙ্গে রামকৃষ্ণ ভক্তরা দিনটি পালন করেন। কান্দির দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমেও দিনটি শ্রদ্ধা ভরে পালন করা হয়।সারাদিন ধর্মীয় গান সহ নানা অনুষ্ঠান আয়োজিত হয়।

দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জীবনী নিয়ে সভা ও পাঠের আয়োজন ছিল। পাশাপাশি চলে হোমযজ্ঞ ও অনুষ্ঠান। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব। ভোরে মঙ্গল আরতি হয় ।

আরও পড়ুন: দোল পূর্ণিমার দু'সপ্তাহ আগেই ইসকনে শুরু দোলযাত্রা উৎসব

হুগলির কামারপুকুরেরর ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল গদাধর চট্টোপাধ্যায়ের। তিনি পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠেন। জীবন সম্বন্ধে তাঁর সহজ সরল বাণী ভারত ছাড়িয়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে যায়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান ছিলেন গদাধর। ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তবে ধর্মীয় মতে ফাল্গুন মাসে তিথি ধরে পালিত হয় রামকৃষ্ণদেবের জন্মদিন।

কৌশিক অধিকারী

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Murshidabad news, Ramkrishna