Ramkrishna Birthday: রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি পালিত হল জেলায়
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি যথাযথ মর্যাদায় পালিত হল সর্বত্র
মুর্শিদাবাদ: মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি উৎসব উদযাপিত হয় রাজ্যজুড়ে। বেলুড় মঠ সহ সর্বত্র ভক্তি শ্রদ্ধার সঙ্গে রামকৃষ্ণ ভক্তরা দিনটি পালন করেন। কান্দির দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমেও দিনটি শ্রদ্ধা ভরে পালন করা হয়।সারাদিন ধর্মীয় গান সহ নানা অনুষ্ঠান আয়োজিত হয়।
দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জীবনী নিয়ে সভা ও পাঠের আয়োজন ছিল। পাশাপাশি চলে হোমযজ্ঞ ও অনুষ্ঠান। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব। ভোরে মঙ্গল আরতি হয় ।
advertisement
হুগলির কামারপুকুরেরর ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল গদাধর চট্টোপাধ্যায়ের। তিনি পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠেন। জীবন সম্বন্ধে তাঁর সহজ সরল বাণী ভারত ছাড়িয়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে যায়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান ছিলেন গদাধর। ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তবে ধর্মীয় মতে ফাল্গুন মাসে তিথি ধরে পালিত হয় রামকৃষ্ণদেবের জন্মদিন।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 10:59 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Ramkrishna Birthday: রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি পালিত হল জেলায়