Murshidabad News: জেলায় একের পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল পুলিশ

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর পাশাপাশি সাগরপাড়ায় বড় ধরনের সাফল্য পেল সাগরপাড়া থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার আগে গ্রেফতার হল ডাকতদল।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর পাশাপাশি সাগরপাড়ায় বড় ধরনের সাফল্য পেল সাগরপাড়া থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার আগে গ্রেফতার হল ডাকতদল। সাগরপাড়া থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একদল দুষ্কৃতীর মধ্যে ছ' জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের কাছে তল্লাশি করে একটা পাইপ গান, দুই রাউন্ড গুলি আর একটা সেভেন এম এম পিস্তল সহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজকে তাদের আদালতে পাঠানো হয়েছে, সাত দিনের পুলিশি হেফাজতের রাখার আবেদন জানিয়ে ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাজিনুর হক বাড়ি সাহেবনগর, সাজারুল মোল্লা, মহম্মদ সোহেল আনোয়ার, দুইজনের বাড়ি রামাকান্তপুর, নিরাপদ মন্ডল বাড়ি খয়রাতোলা, কামরুজ্জামান মন্ডল, রাইহান সেখ বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত শিরোচর এলাকায়। কি কারণে এই ছয় জনের ডাকতদল এলাকায় এসেছিল তার ও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এই ডাকতদল গ্রেফতার হতেই বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রেশম শিল্প বিখ্যাত জেলার, শিল্পীরা দিন কাটাচ্ছেন অনিশ্চিয়তায়!
ধৃতদের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে তোলা হবে আদালতে বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে শুধু সাগরপাড়ায় নয়। সাগরদিঘী অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। আর তার পরেই এবার সাগরপাড়ায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র । সাগরদিঘীতে পুলিশ নাকা চেকিং করার সময়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে সাগরদিঘীর পরেই সাগরপাড়ায় ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জেলায় একের পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement