Murshidabad News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ৫টি বন্দুক ও কার্তুজ বাজেয়াপ্ত করল পুলিশ

Last Updated:

জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘীতে বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। মঙ্গলবার রঘুনাথগঞ্জে জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে সাংবাদিক বৈঠকে জানান, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম টিম সতর্ক আছে।

#জঙ্গিপুরঃ জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘীতে বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। মঙ্গলবার রঘুনাথগঞ্জে জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে সাংবাদিক বৈঠকে জানান, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম টিম সতর্ক আছে। সোমবার রাতে সাগরদিঘী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোড়গ্রাম মোড়ে নাকা চেকিং চলে। দুইজন কে সনাক্ত করা হয়, পুলিশ তাদের কে তল্লাশি চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ফারুক সেখ নামে একজনকে। যার বাড়ি লালগোলা থানা এলাকায়। তবে এই ঘটনায় আরও একজন পালিয়ে যায়।
তবে এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে। ধৃত কে ১৪দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে মঙ্গলবার তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। তবে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। গত ১৬ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।গত ১৬ই সেপ্টেম্বর ডোমকল থানার পুলিশ কাটাকোপরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা, পথনাটিকার আয়োজন কান্দিতে
পুলিশ জানিয়েছে ধৃতের নাম আব্দুল রওয়ব মন্ডল। বাড়ি ডোমকল থানার অন্তর্গত ঘোরা মারা এলাকায়। মুর্শিদাবাদ পুলিশ জেলা সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল রওয়ব। তার হেফাজত থেকে দেশী ১টি আগ্নেয়াস্ত্র এবং ২টি গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। তবে ডোমকল ও ফরাক্কার পরে এবার সাগরদিঘীতে উদ্ধার হল এই আগ্নেয়াস্ত্র।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ৫টি বন্দুক ও কার্তুজ বাজেয়াপ্ত করল পুলিশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement