এবার মুর্শিদাবাদে প্লাস্টিক চাল আতঙ্ক, পরে ফাঁস হল আসল রহস্য
- Edited by:Sudip Paul
Last Updated:
রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিক চাল, এমনই আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের আমায়পাড়া এলাকা অভিযোগ রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে ওই চাল। পরে জানা গেল ওই চালের রহস্য।
মুর্শিদাবাদঃ ফের রেশন দোকানের ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে আতঙ্ক। বীরভূম, দক্ষিণ ২৪ পরগনার পর একই ঘটনার পুনরাবত্তি ঘটল মুর্শিদাবাদের আমাইপাড়া এলাকায়। স্থানীয়দেপ অভিযোগ রেশন দোকানের চালে চিনা প্লাস্টিক চাল মেশানো রয়েছে। যেই চাল সম্পূর্ণ অন্যরকম দেখতে। আগুনে ধরলে গলে যাচ্ছে বলেও অভিযোগ করেন ক্রেতারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয়রা রেশন থেকে চাল নেওয়া পর বাড়ি গিয়ে চালের মধ্যে সাদা রঙের অন্যরকম বস্তু দেখে সন্দেহ জাগে। রেশন দোকানে গিয়ে স্থানীয়রা জানতে চায় বিষয়টি কী? এ বিষয়ে ডিলার আরতী দাসের পুত্র মনোজ কুমার দাস বলেন এগুলি ‘ভিটামিন চাল', এবং আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারব না কারণ সমস্ত বস্তাগুলি প্যাকিং করা আছে এর ভেতর কি আছে সেগুলি আমেদের পক্ষে জানা সম্ভব নয়।
advertisement
advertisement
এছাড়া, মনোজ কুমার দাসকে সরকারি ফুড সাপ্লাই ইন্সপেক্টর জানিয়েছেন, এটি ‘ফর্টিফায়েড চাল’। এই চালের ভাত খেলে শরীর সুস্থ থাকে, রক্তালপোতা দূর হয় এবং এই চালে আলাদাভাবে ফলিক অ্যাসিড আয়রন এবং ভিটামিন থাকে, এছাড়াও সরকারি রেশন দোকান থেকে ‘ফরটি ফায়েড চাল’ বিনামূল্যে বন্টন করা হচ্ছে বলে রেশন ডিলারকে জানিয়েছেন তিনি। তারপর আতঙ্ক দূর হয় সাধারণ মানুষের মধ্যে।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
November 16, 2022 12:46 AM IST