Panchayat Election 2023: মনোনয়নের প্রথম দিন থেকেই উত্তপ্ত নবাবের জেলা, অশান্তি ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা কমিশনের

Last Updated:

Panchayat Vote 2023: মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে রাজ্যজুড়ে মনোনয়ন কেন্দ্রের বাইরে জারি হয়েছে ১৪৪ ধারা। এবার সামসেরগঞ্জে বাড়তি সতর্কতা হিসেবে ওড়ানো হল ড্রোন। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। 

+
মুর্শিদাবাদে

মুর্শিদাবাদে চলছে মনোনয়নপত্র জমা

মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির অভিযোগ। তবে মনোনয়ন ও নির্বাচন শান্তিতে করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে রাজ্যে নির্বাচন কমিশন। সোমবার মনোনয়ন ঘিরে তাই কড়া নির্বাচন কমিশন। রবিবারই নির্বাচন কমিশনের তরফে সব জেলার জেলা শাসক,  পুলিশ সুপারদের নির্দেশ পাঠানো হয়েছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার কেন্দ্রের অর্থাৎ ব্লক অফিস, এসডিও অফিসের ১ কিলোমিটার ব্যাসার্ধে ১৪৪ ধারা জারি করতে হবে। এবার ড্রোনের ব্যবহারও করল কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকেই মনোনয়ন কেন্দ্রের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে, মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে রাজ্যজুড়ে মনোনয়ন কেন্দ্রের বাইরে জারি হয়েছে ১৪৪ ধারা। এবার সামসেরগঞ্জে বাড়তি সতর্কতা হিসেবে ওড়ানো হল ড্রোন। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। প্রশাসন সূত্রে দাবি, আশেপাশে কোথাও জমায়েত থাকলে তাও দেখা যাবে ড্রোনের মাধ্যমে। সেই মতো ব্যবস্থা নিতে পারবে পুলিশ প্রশাসন। এদিন ড্রোনে নজরদারি চালান খোদ সামশেরগঞ্জের বিডিও।
advertisement
advertisement
এদিন সামসেরগঞ্জে চারটি ডিসিআর কাউন্টার করা হয়। ব্লকে প্রবেশের আগে মেটাল ডিটেক্টার দিয়ে চলে পরীক্ষা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার প্রথম দুদিন দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ভরতপুর ২ ব্লক, রানিনগর ১ ব্লক, ডোমকল ব্লকে ঘটছে সংঘর্ষের ঘটনা। কোথাও তৃণমূলে-তৃণমূলে গণ্ডগোল। কোথাও আবার তৃণমূল বনাম বাম কংগ্রেস দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সোমবার মনোনয়ন ঘিরে তাই কড়া নির্বাচন কমিশন।
advertisement
অন্যদিকে সোমবার মনোনয়ন পত্রের তৃতীয় দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদের আসনে মনোনয়ন পত্র জমা দিল বিজেপি ও কংগ্রেস। কান্দি মহকুমা শাসক কার্যালয়ে ৫৪ নম্বর বিজেপির জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তপন চট্টোপাধ্যায়। জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। তবে এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। তাই তারা মনোনয়ন পত্র জমা দেননি এখনও।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat Election 2023: মনোনয়নের প্রথম দিন থেকেই উত্তপ্ত নবাবের জেলা, অশান্তি ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা কমিশনের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement