Panchayat Election 2023: ভোটের হিংসায় মৃত্যু হয়েছিল দাদার! হাসপাতাল থেকে আর বাড়ি ফিরল না আহত ভাইও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Panchayat Election 2023: প্রসঙ্গত, এর আগে গত সোমবার মৃতের আরও এক ভাই মইদুল শেখের মৃত্যু হয় চিকিৎসারত অবস্থায় কলকাতায় ।
মুর্শিদাবাদ: ভোটের দিন হামলায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু হল। শুক্রবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের চর বাজিতপুরেচাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৈবুর রহমান (৬০)। তৃণমূল কর্মী ছিলেন। বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বড়শিমূল গ্রাম পঞ্চায়েতের চর বাজিতপুর গ্রামে।
শুক্রবার সকালেই কলকাতা নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটের দিন কংগ্রেস সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা- তাঁকে বেধড়ক মারধর করে ও ধারালঅস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
advertisement
প্রসঙ্গত, এর আগে গত সোমবার মৃতের আরও এক ভাই মইদুল শেখের মৃত্যু হয় চিকিৎসারত অবস্থায় কলকাতায় ।
advertisement
এবার মৃত্যু হল ভাইয়ের। মৃতের পরিবারের অভিযোগ, ৮ জুলাই ৮৩,৮৪,৮৫,৮৬ নং বুথে তৃণমূল দলের কর্মীরা জমায়েত হচ্ছিল। কিন্তু বিরোধীপক্ষ সবাই জোট করে আমাদের বুথ দখল করে। বুথ দখলে বাধাদান করলে পরিকল্পনা করে লোহার রড দিয়ে মারধর করে, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ১২জনকে ভর্তি করা হয়।
advertisement
যার মধ্যে একই পরিবারের সাতজন আহত হন । তার মধ্যে দু’জনকে কলকাতায় পাঠানো হয়। আগে গত সোমবার মইদুল সেখের মৃত্যু হয় আজকে তার ভাই সৈবুর রহমানের মৃত্যু হল।একই পরিবারের দুইজনের মৃত্যু হল।ভোটের দিনের হিংসাতে মুর্শিদাবাদে এটা নিয়ে মোট ৮ জনের মৃত্যু হল এখনও পর্যন্ত বলে জানা গিয়েছে ।
Kaushik Adhikary
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 2:17 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat Election 2023: ভোটের হিংসায় মৃত্যু হয়েছিল দাদার! হাসপাতাল থেকে আর বাড়ি ফিরল না আহত ভাইও