Yashasvi Jaiswal Gali Video: একেবারে তৈরি ছেলে! সেঞ্চুরি করেই হিন্দিতে গালাগালি বিপক্ষের প্লেয়ারকে, গুরু কি বিরাট, রইল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal Gali Video: বিরাট কোহলিকে যশস্বী বলেন যে ওই ক্রিকেটার সামনে চলে এসেছিলেন৷ তিনি অত্যন্ত অশ্লীল একটি হিন্দি চার অক্ষরের গালাগালি দেন৷
ডমিনিকা: আইপিএলে নজর কেড়েছিলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়সওয়াল অভিযান শুরু করলেন সেরা উপায়ে। এখন তাঁর চোখ ডাবল সেঞ্চুরির দিকে। এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটসম্যান অভিষেক টেস্টে তা করতে পারেননি, ভারত বনাম ওয়েস্টইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচে সেই হাতছানি তরুণ যশস্বীর সামনে৷
ডমিনিকাতে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটে ৩১২ রান করেছে। ২১ বছরের যশস্বী ১৪৩ রানে অপরাজিত ছিলেন৷ অধিনায়ক রোহিত শর্মা করেন ১০৩ রান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১৫০ রান। ১৬২ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে ভারতীয় দল।
অশ্লীল শব্দ প্রয়োগের সেই ভিডিও৷
advertisement
Yashasvi Jaiswal abusing WI player in Hindi.
Following the footsteps of Virat Kohli in his very first international match.#YashasviJaiswal #WIvIND #INDvsWI #RohitSharma #ViratKohli pic.twitter.com/iCC6uZmift— kangana Ranaut 🇮🇳 (@kanganaaRanaut_) July 14, 2023
advertisement
যশস্বী জয়সওয়ালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ও বিরাট কোহলি রান নিতে ছুটে যান। এই সময় একজন ক্যারিবিয়ান ক্রিকেটার যশস্বীর সামনে আসে। তাঁর সামনে চলে আসেন কেমা রোচকে। এরপরেই, তারকা ক্যারিবিয়ান ক্রিকেটারকে বিরাট কোহলিকে যশস্বী বলেন যে ওই ক্রিকেটার সামনে চলে এসেছিলেন৷ তিনি অত্যন্ত অশ্লীল একটি হিন্দি চার অক্ষরের গালাগালি দেন৷
advertisement
টানা নবম সিরিজ জয়ের দিকে নজর
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে মোট ২টি ম্যাচ খেলা হবে। স্পিন পিচ দেখে প্রথম টেস্টেই ভাল জায়গায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অফ-স্পিনার আর অশ্বিন নেন ৫ উইকেট এবং বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। দুই বোলারই দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ৮ টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তার চোখ নবম জয়ের দিকে।
advertisement
এই সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মরশুমে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম সিরিজ। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরশুমেই ফাইনালে উঠতে পেরেছিল, কিন্তু তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 1:44 PM IST