Murshidabad News: বেলডাঙায় জমি নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল মহিলার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জমি সংক্রান্ত ও পাঁচিল নিয়ে বিবাদের জেরে বেলডাঙায় প্রাণ হারালেন এক গৃহবধূ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত পুলিন্দা নতুনপাড়া এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
#মুর্শিদাবাদঃ জমি সংক্রান্ত ও পাঁচিল নিয়ে বিবাদের জেরে বেলডাঙায় প্রাণ হারালেন এক গৃহবধূ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত পুলিন্দা নতুনপাড়া এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সাহিদা বিবি। এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিন্দা নতুনপাড়া এলাকায় বাড়ির পাশে একটি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শেরফুল হকের সাথে প্রতিবেশী ইব্রাহিম রহমানের।
শুক্রবার সকালে এই পাঁচিল ভাঙা শুরু হতেই দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। ইব্রাহিম রহমানের লোকজন পাাঁচিল ভাঙতে যান বলে অভিযোগ। সেই সময়েই শেরফুল হকের পরিবারের পক্ষ থেকে পাঁচিল ভাঙতে বাধা দেওয়া হয়। এই ঘটনার পরেই শেরফুল হকের বাড়ি লক্ষ্য করে ইঁট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ইঁটের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাহিদা বিবির। এই ঘটনায় জখম হন তিনজন। আহত অবস্থায় সকলকে বেলডাঙা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
শেরফুল হকের পরিবারের সদস্যরা বলেন, আমাদের পরিবারের সাথে ইব্রাহিম রহমানের পরিবারের ঝামেলা দীর্ঘদিনের। আজকে পাঁচিল ভাঙা কে কেন্দ্র করে বিবাদ চরমে উঠলে এই পরিনতি ঘটে। আমাদের পরিবারের লোকের মৃত্যু হল। আমরা দোষীদের শাস্তি দাবি করছি। পুলিশ কে জানাব নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক।বেলডাঙা থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুপক্ষের চার জনকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
October 07, 2022 5:01 PM IST