Murshidabad Food: এক কামড়েই জুড়িয়ে যায় শরীর, বাংলার এই গ্রামেই মিলছে গরমের সেরা খাবার

Last Updated:

একদা কুলফি আইসক্রিম গ্রাম হিসেবেই পরিচিত, মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া দাসপাড়া। এই দাসপাড়া গ্রামে ২৫ টি পরিবার তার কুলফি মালাই আইসক্রিম তৈরির পেশার সঙ্গে যুক্ত। 

+
চলছে

চলছে কুলফি তৈরির কাজ

মুর্শিদাবাদ: একদা কুলফি আইসক্রিম গ্রাম হিসেবেই পরিচিত, মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া দাসপাড়া। এই দাসপাড়া গ্রামে ২৫ টি পরিবার তার কুলফি মালাই আইসক্রিম তৈরির পেশার সঙ্গে যুক্ত। দৈনিক ১২০ – ১৩০ টি আইসক্রিম তৈরি করে স্বর্নিভর হচ্ছেন গ্রামের যুবকরা ।সকাল থেকেই দুপুর পর্যন্ত চলে কুলফি আইসক্রিম তৈরির কাজ। আর বিকাল হলেই তা বিক্রি করেন। যা সুস্বাদু হিসেবেই পরিচিত থাকে গীস্মের সময়ে।কুলফি বিক্রেতা সুরেন দাস জানান, দৈনিক সাতশো টাকার বেশি আর্থিক রোজগার হয় প্রতি কুলফি বিক্রেতার। ফলে এই একটি গ্রাম আজ হয়ে উঠেছে কুলফি গ্রাম হিসেবেই পরিচিত।
১০কেজি দুধ ক্রয় করা হয়, যার দাম পড়ে প্রতি কেজি ৫০টাকা করে। আরও আনুসঙ্গিক জিনিস ক্রয় করা হয়। প্রায় ৭০০ টাকা খরচ পড়ে কুলফি আইসক্রিম তৈরি করতে। ১০কেজি দুধে ১২০পিস কুলফি তৈরি করা হয়ে থাকে বলেই জানান কুলফি বিক্রেতারা।গ্রীষ্মকালে যার আশায় আমাদের পথ চেয়ে বসে থাকতে হয়। যার এক কামড়ে আমাদের প্রাণ জুড়িয়ে যায় সেই কুলফি বাঙালি যে খেতে ভালোবাসে সে কথা কে না জানে। তাই স্বাদের এই কুলফি বিক্রি করছেন এখন গ্রীষ্মের মরশুমে কুলফি বিক্রেতারা। মূলত সকাল থেকেই চলে কুলফি তৈরির কাজ। তবে ঘর সংসার সামলে বাড়ির গৃহিনীরাও সঙ্গদেন এই কুলফি তৈরি করতে।
advertisement
advertisement
সুকন্যা দাস নামে এক গৃহবধূ জানান, আমরা সংসার সামলে স্বামীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কুলফি আইসক্রিম তৈরি করে থাকি। কুলফি আইসক্রিম তৈরি করতে প্রথমে একটি ননস্টিক প্যানে দুধ ফোটানো হয়। এর সঙ্গে এলাচ গুর মিশিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকে। দুধ প্রায় গাঢ় হয়ে এক তৃতীয়াংশ হওয়া পর্যন্ত ফোটানো হয়। তারপর চিনি, বাদাম ও পেস্তা দিয়ে মিশিয়ে ঢালা হয় কুলফির বিভিন্ন রকম বাক্সে। বরফের মধ্যে জমিয়ে রেখে কুলফি বিক্রি করেন বিক্রেতারা। মূলত কুলফি আইসক্রিম হল এক ধরনের ডেজার্ট, যা আমরা সাধারণত গরমের দিনে খেয়ে থাকি। আইসক্রিম নানা ধরনের হয়ে থাকে এবং বাংলাতে এটি কুলফি বা বরফ নামে পরিচিত। আইসক্রিম সাধারণত দুধ বা ক্রিম, বরফ, চিনি এবং বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে তৈরি করা হয়ে থাকে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Food: এক কামড়েই জুড়িয়ে যায় শরীর, বাংলার এই গ্রামেই মিলছে গরমের সেরা খাবার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement