Murshidabad History: নতুন করে রক্ষণাবেক্ষণ করা হবে নিজামত ইমামবাড়ার, ঘুরে দেখলেন পিএসি চেয়ারম্যান

Last Updated:

মুর্শিদাবাদে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ইমামবাড়া নিজামত ইমামবাড়া। শুধুমাত্র মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরও আনাগোনা লেগে থাকে এখানে।

+
title=

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ইমামবাড়া নিজামত ইমামবাড়া। হাজারদুয়ারির উল্টো দিকে অবস্থিত এই ধর্মীয় উপাসনালয়। রাজ্যের বৃহত্তম এই ইমামবাড়া ১৮৪৭ খ্রীষ্টব্দে নবাব নাজিম ফেরাদুন খাঁর আমলে তৈরি হয়েছিল। শুধুমাত্র মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরও আনাগোনা লেগে থাকে এখানে। তবে এই ইমামবাড়ার বিস্তীর্ণ অংশ বেশ কয়েক বছর ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি। তবে এবার পাঁচ বছর ধরে রক্ষণা বেক্ষণ করা হবে।
কেন্দ্রীয় সরকারের আর্কেলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে মুর্শিদাবাদ জেলার এই ইমামবাড়া। তাই এই ইমামবাড়া সংস্কারের জন্য এগিয়ে এল পাবলিক অ্যাকাউন্টস কমিশনের চেয়ারম্যান (PAC) অধীর চৌধুরী ও আর্কেলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত হন। ঘুরে দেখেন ভগ্নদশা এলাকা।
আরও পড়ুন ঃ কর্তব্য অনড়, ৮ মাসের শিশুকে কোলে‌ নিয়েই মনোনয়ন কেন্দ্রে ডিউটিতে এসআই
আগামী পাঁচ বছরের মধ্যে ইমামবাড়ার সংস্কার করা হবে বলে দাবি করেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী। মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া পরিদর্শনে আসেন সাংসদ অধীর চৌধুরী। ঘুরে দেখেন ইমাম বাড়ার ভগ্নদশায় পড়ে থাকা জায়গা গুলি এবং সেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে ইমামবাড়া সম্পর্কিত আলোচনা করেন তিনি।
advertisement
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, “ইমামবাড়ার কথা যারা চিন্তাভাবনা করেন তারা আমার কাছে গেছিল আমি তাদের কথা শুনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে ইমামবাড়ার বিভিন্ন সংস্কার করা হবে। আমরা চাই সেই পরিকল্পনা মাফিক কাজ তাড়াতাড়ি হোক।”
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad History: নতুন করে রক্ষণাবেক্ষণ করা হবে নিজামত ইমামবাড়ার, ঘুরে দেখলেন পিএসি চেয়ারম্যান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement