Murshidabad Sastha Sathi: বহরমপুরে স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসা আর হবে না, জেনে নিন নিয়ম

Last Updated:

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই অভিযোগ উঠছিল বহরমপুর শহরের বেসরকারি নার্সিংহোমে প্রচুর পরিমাণে অপারেশন করা হচ্ছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল চিকিৎসক মহলে।

অর্থোপেডিক চিকিৎসা
অর্থোপেডিক চিকিৎসা
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে অর্থোপেডিক অপারেশন করানোর আগে জানুন কিছু নয়া নিয়ম। নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য সাথী সমিতির এক নির্দেশিকায় জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার মধ্যে বহরমপুর পৌরসভা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে কোনও অর্থপেডিক অপরাশেন করা যাবে না। আর এই নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
advertisement
বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানায়, বহরমপুর পৌর এলাকার বাসিন্দাদের কোনও শহরের বেসরকারি নার্সিংহোমে অর্থপেডিক অপারেশন করলে তার অনুমতি নিতে হবে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP-র থেকে।
advertisement
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই অভিযোগ উঠছিল বহরমপুর শহরের বেসরকারি নার্সিংহোমে প্রচুর পরিমাণে অপারেশন করা হচ্ছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল চিকিৎসক মহলে। কলকাতা থেকে অনেক চিকিৎসক এসে বেসরকারি হাসপাতালে অপারেশন করছিলেন। প্রচুর টাকা বিল তো বটেই, অপারেশন করার পর অনেক মানুষের হয়রানিও হয়েছিল। আর তার পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর।
advertisement
চিকিৎসক মহলের একাংশের দাবি, এই নির্দেশিকা কার্যকর হলে রোগী ও রোগীর পরিবার উপকৃত হবেন। বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা না করিয়ে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে যেভাবে চিকিৎসা পাওয়া যায়, তাতে অনেক রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে রাজ্যের মধ্যে এই প্রথম বহরমপুর পুরসভার মধ্যে এই নির্দেশকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা স্বাস্থ্য দফতরে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Sastha Sathi: বহরমপুরে স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসা আর হবে না, জেনে নিন নিয়ম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement