Nadia News: পুলিশের মানবিক রূপ, রক্ত দিয়ে জীবন বাঁচালেন মুমূর্ষ রোগীদের!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পুলিশ আধিকারিকদের কথায়, ''এখন আগের তুলনায় ব্লাড ডোনেশন ক্যাম্প কম হওয়াতে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে।''
#ধানতলা: মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন অপারেশন এবং চিকিৎসার প্রয়োজনে দরকার রক্ত। তবে বর্তমানে রক্তের সংকট দেখা দিচ্ছে সর্বত্র। সেই কারণে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল ধানতলা থানার পুলিশ।
জেলার বিভিন্ন প্রান্তের ব্লাড ব্যাংকগুলিতে ইতিমধ্যে দেখা দিয়েছে রক্তের সংকট, যার কারণে বেশিরভাগ রোগীর পরিবারদের নাজেহাল হতে হচ্ছে। অনেকেই অর্থ দিয়ে পাচ্ছেন না রক্ত। আবার ব্লাড ব্যাংকগুলিতেও চলছে দালাল চক্র। তাই একটু হলেও রক্তের সংকট মেটাতে এবং রোগী পরিবারগুলিকে আশ্বস্ত করতে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে রানাঘাট ধানতলা থানায় এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
advertisement
advertisement
এই রক্তদান শিবির চলাকালীন উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত-সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। যদিও পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।
advertisement
রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পুলিশ আধিকারিকদের কথায়, ''এখন আগের তুলনায় ব্লাড ডোনেশন ক্যাম্প কম হওয়াতে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। আগামী দিনে প্রত্যেকটি সংগঠন ক্লাব বারোয়ারি যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে এগিয়ে আসে তাহলে রক্তের ঘাটতি অনেকটাই মিটবে। আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা রক্ত দিন এবং মুমূর্ষ রোগীর জীবন বাঁচান।''
advertisement
Mainak Debnath
Location :
First Published :
December 23, 2022 3:38 PM IST