Murshidabad News: বেপরোয়া গাড়ির গতি, মুর্শিদাবাদের জোড়া দুর্ঘটনায় বহু মানুষ আহত!

Last Updated:

বুধবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার দুটি পৃথক জায়গায় পথ দুর্ঘটনায় আহত হন মোট ৯ জন যাত্রী। (Murshidabad News)

Murshidabad News
Murshidabad News
#মুর্শিদাবাদ: বুধবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার দুটি পৃথক জায়গায় পথ দুর্ঘটনায় আহত হল মোট ৯জন যাত্রী। সালার ও সামশেরগঞ্জে ৩৪নং জাতীয় সড়কের উপর দুটি পৃথক ভাবে পথ দুর্ঘটনা ঘটে।জানা গিয়েছে, বুধবার সকালে কান্দি সালার রাজ্য সড়কে রায়গ্রামের কাছে বুধবার সকালে সাড়ে ন'টা নাগাদ সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে উল্টে গেল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি। ঘটনায় আহত হয়েছে গাড়ির চালক সহ ছয় যাত্রী। বর্ধমান থেকে যাত্রী নিয়ে কান্দির পুরন্দরপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনা গ্রস্হ গাড়িটি উদ্ধার করে।অন্যদিকে, বুধবার সাত সকালে ফের দুর্ঘটনা ঘটল ফের সামসেরগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে। অটো এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন জখম হয়েছেন। সামসেরগঞ্জ থানার চশকাপুর এলাকায় এই ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। জখমদের উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরির দারুণ সুযোগ, যোগ্যতা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। পথ নিরাপত্তা সপ্তাহ করা হলেও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোথাও বেপরোয়া গাড়ির গতি, কোথাও বা বিনা হেলমেট না অবস্থায় মটর বাইক চালানো ফলে দুর্ঘটনা সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মটর বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট অবস্থায় গাড়ি চালানোর জন্য সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, ঠিক তেমনই নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর জন্য চালকদের কাছে আবেদন করা হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বেপরোয়া গাড়ির গতি, মুর্শিদাবাদের জোড়া দুর্ঘটনায় বহু মানুষ আহত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement