Life Saving Watch: লাইফ সেভিং ওয়াচ! অসুস্থ হলেই জানান দেবে ঘড়ি! খবর পৌঁছবে বাড়িতে! জানুন

Last Updated:

Life Saving Watch: অবাক আবিষ্কার পড়ুয়াদের! এবার অসুস্থ হলে হাতের ঘড়িই বাঁচাবে প্রাণ! জানুন

+
বহরমপুরে

বহরমপুরে চলছে টেকফেস্ট 

মুর্শিদাবাদ প্রাণ বাঁচানোর যন্ত্রে তৈরি করা হল একটি হাত ঘড়ি! তৈরি করেছেন লাইফ সেভিং ওয়াচ। আর সেই যন্ত্র বানিয়ে অবাক করছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে টেক্সটাইল কলেজের ছাত্রছাত্রীরা। বর্তমানে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই শব্দটির সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। বাড়ির বয়স্করা রাস্তায় বেড়োলে পরিবারের লোকেরা চিন্তাতেই থাকেন, এই বুঝি কিছু হল। তবে চিন্তার দিন হয়ত শেষ।
মুর্শিদাবাদ জেলার বহরমপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজের টেকফেস্টে কয়েকজন পড়ুয়া মিলে বানিয়েছেন “লাইফ সেভিং ওয়াচ” বা প্রাণ বাঁচানোর আশ্চর্য ঘড়ি। এই ঘড়ি খুব কম খরচে বানিয়েছেন তাঁরা। এই ঘড়ির বিশেষত্ব, আপনি যদি রাস্তায় বেরিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তখন আপনার হাতে থাকা ঘড়িটি থেকে অটোমেটিক এলার্ম বাজবে। সেই ঘড়ি থেকে আপনার বাড়ির লোকের কাছে আপনি অসুস্থ সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদিও সবটাই এখন গবেষণা স্তরে রয়েছে। এমন ঘড়ি বাজারে আসলে উপকৃত হবে বহুমানুষ, এমনটাই বলছেন তরুণ গবেষকরা।
advertisement
advertisement
আরও পড়ুন:
মুর্শিদাবাদ জেলার বহরমপুর গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল কলেজ বহু প্রাচীন। বর্তমানে এই বছর প্রথম অনুষ্ঠিত হচ্ছে টেকফেস্ট। এই বছরের ফেস্টিভ্যালে মোট ১১ টি টিম অংশগ্রহণ করে। এঁদের মধ্যে কেউ বানিয়েছে ওয়েস্টেজ জিনিস থেকে কিভাবে কম খরচে বিদ্যুৎ বানানো যায়। আবার কেউ বানিয়েছে কত কম খরচে ঘরেই নিজের পছন্দের জামা কাপড় ড্রাই করা যায়। আবার কেউ বানিয়ে অটোমেটিক রোড সিগন্যাল। এই টেকফেস্ট ভবিষ্যতে আরও বড় হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। তবে সব থেকে তাক লাগিয়ে চমকে দিয়েছেন লাইভ সেভিং ওয়াচ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Life Saving Watch: লাইফ সেভিং ওয়াচ! অসুস্থ হলেই জানান দেবে ঘড়ি! খবর পৌঁছবে বাড়িতে! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement