Murshidabad Weather: রাতভর বৃষ্টি! এক ঝটকায় অনেকটাই কমল মুর্শিদাবাদের তাপমাত্রা

Last Updated:

তীব্র তাপপ্রবাহে জেরে নাজেহাল বঙ্গবাসী । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী অবশেষে রবিবার রাতভর হল বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেল মুর্শিদাবাদ জেলা জুড়ে।

মুর্শিদাবাদ জেলাতে রবিবার রাতভর বৃষ্টিপাত
মুর্শিদাবাদ জেলাতে রবিবার রাতভর বৃষ্টিপাত
মুর্শিদাবাদ: তীব্র তাপপ্রবাহে জেরে নাজেহাল বঙ্গবাসী ।তবে আবহাওয়া দফতরের পুর্বাভাষ অনুযায়ী অবশেষে রবিবার রাতভর হল বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেল মুর্শিদাবাদ জেলা জুড়ে। অক্ষয় তৃতীয়া ঈদের পরের দিন রাতে বৃষ্টি হতেই খুশি মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা।
মুর্শিদাবাদ জেলাতে ৩১ডিগ্রি তাপমাত্রা আছে সোমবার। যদিও বৃষ্টি হলেও সোমবার সকাল থেকেই গরমের হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ।
দীর্ঘ গত এক সপ্তাহ ধরে গরমের জেরে নাজেহাল ছিল বঙ্গবাসী। আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিল রবিবার থেকে বৃষ্টি হবে। আর সেই অনুযায়ী বৃষ্টি দেখা গেল বজ্রবিদ্যুৎ সহ মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর, কান্দি, বড়ঞা, জঙ্গিপুর সহ সর্বত্র এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়।
advertisement
advertisement
রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি চলছিল গত কয়েকদিন ধরেই।
আরও পড়ুন: North 24 Parganas News: গরম কমতেই মন খারাপ! আরও কিছুদিন চলুক গরমের প্রভাব, চাইছেন কিছু মানুষ
কিন্তু, শনিবার ইদের দিন থেকেই হাওয়া বদলের পূর্বাভাস ছিল। শুধুমাত্র পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি ছিল। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবার অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে এই বৃষ্টির পরেও। তবে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অল্প ঝোড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই জানান আবহাওয়া দফতর।
advertisement
তবে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। মঙ্গলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Weather: রাতভর বৃষ্টি! এক ঝটকায় অনেকটাই কমল মুর্শিদাবাদের তাপমাত্রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement