Murshidabad News: ছুটির আগেই বন্ধ হল স্কুলের গেট, কারণ বলতে 'নারাজ' প্রধান শিক্ষক! অভিভাবকদের বিক্ষোভ

Last Updated:

নির্ধারিত ছুটির সময়ের আগেই বন্ধ হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়।

ছুটির আগেই বন্ধ হল স্কুলের গেট
ছুটির আগেই বন্ধ হল স্কুলের গেট
#মুর্শিদাবাদ: নির্ধারিত ছুটির সময়ের আগেই বন্ধ হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়। স্কুলে সটান হাজির পৌর সদস্য। জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা বাজতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে বিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত বাগডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।
জানা গিয়েছে, এই ঘটনার জেরে বিদ্যালয়ের সম্মুখে এলাকাবাসী-সহ বিদ্যালয়ের অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের স্কুল খোলা হয়েছে দুর্গাপুজোর পরে। তবে বুধবার নির্ধারিত ছুটির সময়ের আগেই প্রায়ই কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে দেন বলে অভিযোগ।
আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া সন্দেহ, সবক শেখাতে বোমা ছুড়ল স্বামী! আতঙ্কে রাতজাগা এন্টালি
তাঁরা আরও অভিযোগ করেন, বিদ্যালয় ছাত্রছাত্রীদের ঠিকমতো মিড ডে মিলের খাবার প্রদান করা হয় না। এমনকী রান্নার গুণগত মানে অত্যন্ত নিম্ন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনার জেরে কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটককে বিষয়টি জানানো হলে, তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শনে পাঠান কান্দি পৌরসভার পৌর সদস্য সন্দীপ বড়ালকে।
advertisement
advertisement
আরও পড়ুন: সাউদার্ন রেলওয়ের অধীনে মেগা নিয়োগ, রেলে স্বপ্নের চাকরির আবেদন করুন
সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক । যদিও যোগাযোগ করা হয়েছিল প্রধান শিক্ষকের সঙ্গে। তাঁর কোনও রকম উত্তর পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি বাঘডাঙ্গা এলাকায় । যদিও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন তাড়াতাড়ি বন্ধ হল স্কুল তাও খতিয়ে দেখা হবে।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ছুটির আগেই বন্ধ হল স্কুলের গেট, কারণ বলতে 'নারাজ' প্রধান শিক্ষক! অভিভাবকদের বিক্ষোভ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement