মুর্শিদাবাদঃ নশিপুর রাজ পরিবারের ষষ্ট বংশধরের প্রয়াণ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজা সৌরেন্দ্র নারায়ন সিনহা। সোমবার নশিপুর রাজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নসিপুরের রাজা অর্থাৎ জমিদার দেবী সিংহের ষষ্ঠ বংশধর সৌরেন্দ্র নারায়ণ সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রাজা সৌরেন্দ্র নারায়ন সিনহার পুত্র রাজীব সিনহা কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং কন্যা বিয়ের পর থেকেই কানপুরে বসবাস করেন। মঙ্গলবার তার মেয়ে নশিপুর রাজবাড়ী আসেন এবং এগারোটা নাগাদ ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
মূলত মুর্শিদাবাদ জেলা ইতিহাসের মাটি। লালবাগের মধ্যেই অবস্থিত নশিপুর রাজবাড়ী। নশিপুর রাজবাড়ী বা নশিপুর প্রাসাদ নামেও পরিচিত। নশিপুর গ্রামের নশিপুর রাজ পরিবারের প্রাসাদ ছিল। নশিপুর প্রাসাদ ছিল দেবী সিংহের দরবার, যিনি নবাবী আমলে ব্রিটিশদের ব্যয় আদায়কারী ছিলেন এবং কঠোর কর কর্তৃপক্ষ হিসাবে খ্যাত ছিলেন।
আরও পড়ুন: যুবকের একাধিক বিয়ে, প্রতিবেশীরাই রুখে দাঁড়াল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে
নশিপুর রাজবাড়ির ব্যক্তিগত জিনিসপত্র, সেই সময়ের কর আদায়ের সঙ্গে সম্পর্কিত আইনী দলিল এবং অন্যান্য বিষয়াদি প্রদর্শন করে এটিকে নশিপুর রাজবাড়ী যাদুঘরে রূপান্তর করা হয়েছে। রাজ প্রাসাদে রামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে, যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির। তবে ষষ্টতম বংশধরের মৃত্যু হতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে এবং রাজ পরিবারে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad news, Rajbari