Murshidabad News: যুবকের একাধিক বিয়ে, প্রতিবেশীরাই রুখে দাঁড়াল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে

Last Updated:

Murshidabad News: একাধিক বিয়ে করার জন্য রুখে দাঁড়াল গ্রামের বাসিন্দারা অভিযুক্ত যুবককে শাস্তি দিতে। গ্রামের বাসিন্দারা এক ঘরে করে দিল পরিবারকে।

মাইকিং করে প্রচার করা হচ্ছে একঘরে করার জন্য 
মাইকিং করে প্রচার করা হচ্ছে একঘরে করার জন্য 
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : একাধিক বিয়ে করার জন্য রুখে দাঁড়ালেন গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত যুবককে শাস্তি দিতে গ্রামের বাসিন্দারা এক ঘরে করে দিলেন পরিবারকে। অভিযোগ, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও একাধিকবার বিয়ে করে ঐ যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় জলঙ্গি থানার বিলাসপুরে। গ্রামের বাসিন্দারা সালিশিসভায় এক ঘরে করে রাখার নিদানও দেন। এই ঘটনার জেরে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, একাধিক বিয়ে করার কারণে গ্রামের বাসিন্দারা রুখে দাঁড়ালেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে । যুবকের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ না করার কারণে গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে যুবকের পরিবারকে একঘরে করে দিলেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলঙ্গি থানার বিলাসপুরে।
জুবায়ের মোস্তাক হরফে লিটলু জলঙ্গির বিলাপুরের বাসিন্দা। অভিযোগ, ১৫ বছর আগে তিনি প্রেম করে বিয়ে করেন এই গ্রামেরই বাসিন্দা নাজিরা বিবিকে । দু’জনের সুখের সংসার ভালভাবেই চলছিল। কিন্তু গত ৭ বছর আগে তাঁকে ছেড়ে অন্য এক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন জুবায়ের মুস্তাক। কিন্তু সেই বিয়ে টেঁকে না। বিয়ের কিছুদিন পরেই ২ লক্ষ টাকা জরিমানা দিয়ে মীমাংসা করতে হয়। এর দু’বছর পার হতে না হতেই বিলাসপুর গ্রামেরই দুই সন্তানের মাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এই নিয়ে প্রথম পক্ষের স্ত্রী নাজিরা বিষয়টি থানায় জানান। কিন্তু সেখান থেকেও কোনও সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ নাজিরার ।
advertisement
advertisement
নাজিরা খাতুন জানান, ‘‘ দু’জন দু’জনকে ভালোবেসে বিয়ে করেছিলাম , আমাদের ১৩ বছর ও আড়াই বছরে দুটো কন্যাসন্তান রয়েছে । আমার স্বামী প্রথম থেকেই বিভিন্ন নেশা করে থাকতেন । বারণ করলেও কোনও কথাই শুনত না । নেশার পাশাপাশি, আমাকে রেখে দুটো বিয়ে করে । এদিকে পাঁচ বছর থেকে আমার সাথে জুলুম অত্যাচার চালাচ্ছে । তিন মাস থেকে স্বামীর সাথে কোনও যোগাযোগ নেই। অন্য এক মহিলাকে নিয়ে অন্য জায়গায় থাকেন । আর আমি থাকি আমার বাবার বাড়িতে। সেখানে খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে । আমি চাইছি আমাকে স্ত্রী-র স্বীকৃতি দিক।’’
advertisement
গ্রামবাসীরা জানান, ‘‘ নাজিরা বিবি ও তার বাবার পরিবার খুবই ভাল। জুবায়ের মোস্তাক লিটলু প্রথম পক্ষের স্ত্রী নাজিরাকে নানা ভাবে অত্যাচার করে । এই বিষয়ে সমাধান করার জন্য আমরা অনেক বার তাদের সঙ্গে কথা বলেছি । তারা মোটেও এই বিষয়টাকে সমাধান করেনি । এই নিয়ে বিলাসপুর গ্রামের সমাজ দুই পরিবারের সমাধানের উদ্দেশে মাজলিশ বসে। কিন্তু জুবায়েরর পরিবারের কেউ আসেনি । ফলে ওই সালিশি সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুবায়ের মোস্তাক লিটলু পরিবারের সঙ্গে সমাজ কোনও সম্পর্ক রাখবে না।’’
advertisement
এই বিষয় নিয়ে মাইকিং করার সিদ্ধান্ত নেন , তারা মাইক প্রচারও করতে থাকে। ওই প্রচার করার সময় জলঙ্গি থানার পুলিশ এসে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তিকে। পরে অবশ্য গ্রামসমাজের লোক জানান তাদের এক ঘরে করার প্রচার ভুল হয়েছে। এর পর আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনেন।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: যুবকের একাধিক বিয়ে, প্রতিবেশীরাই রুখে দাঁড়াল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement